ইসমাইল হোসেন খান

ভারতীয় রাজনীতিবিদ

ইসমাইল হোসেন খান বরপেটা আসনের ভারতীয় সংসদের সাবেক সংসদ সদস্যদের একজন ছিলেন।[১]

ইসমাইল হোসেন খান
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৯৭৭ – ১৯৭৯
সংসদীয় এলাকাবরপেটা
ব্যক্তিগত বিবরণ
শিক্ষাএলএলবি
প্রাক্তন শিক্ষার্থীগুয়াহাটি বিশ্ববিদ্যালয়

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

খান আসামের বারপেটা একটি ছোট গ্রামে কুমুল্লিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ডিপিএইচএস স্কুল থেকে শিক্ষা শেষ করেন এবং পরে গওহাটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

কর্মজীবন সম্পাদনা

১৯৬৫ সালে বরপেটা থেকে দুইবার এমপি হয়ে রাজনীতিতে আসেন খান। রাজনীতি থেকে অবসর গ্রহণের পর তিনি গরিব-অশিক্ষিত মানুষের জন্য সমাজসেবা করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Empowering India - Making democracy meaningful, Know our Representative & Candidate"empoweringindia.org। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫