ইসতালিফ জেলা

আফগানিস্তানের জেলা

ইসতালিফ জেলা আফগানিস্তানের কাবুল প্রদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। ২০০২ সালের জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার এর আধিকারিক হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় ৮,৫০০ জন এর মত। যার মধ্যে থেকে তাজিক, পশতুন এবং হাজারা সম্প্রদায়ের সংমিশ্রনে তৈরী হয়েছে।[১]

ইসতালিফ জেলা
Istalif District
জেলা
কাবুল প্রদেশের অবস্থান
কাবুল প্রদেশের অবস্থান
দেশ আফগানিস্তান
প্রদেশকাবুল প্রদেশ
রাজধানীইসতালিফ
জনসংখ্যা (২০১৫)
 • মোট৩৪,৩২২

ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তর ও পশ্চিমে পারভান প্রদেশের সীমান্তে, পূর্বে কারাবাঘ জেলা এবং দক্ষিণে গুলদারা জেলা এর সীমানা ঘিরে রেখেছে। জেলা সদর দপ্তরটি হল ইসতালিফ গ্রাম, যা জেলার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থান করছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UNHCR profile for Istalif District" (পিডিএফ)। ২২ মে ২০০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা