আফগানিস্তানের প্রদেশ

(Provinces of Afghanistan থেকে পুনর্নির্দেশিত)

আফগানিস্তান অনেকগুলি উইলায়াত বা প্রদেশে বিভক্ত। এগুলি দেশটির সর্বোচ্চ প্রশাসনিক একক। বর্তমানে দেশটিতে ৩৪টি প্রদেশ আছে। এদের মধ্যে ২০০১ ও ২০০৪ সালের মধ্যে ৪টি নতুন প্রদেশ যুক্ত হয়েছে। প্রতিটি প্রদেশ আবার একাধিক জেলায় বিভক্ত। প্রতিটি প্রদেশ শাসনের জন্য একজন প্রাদেশিক গভর্নর জেনারেল ঐ নিযুক্ত হন।

আফগানিস্তানের প্রদেশ
  • অন্য নাম:
  • উইলায়াত
শ্রেণিএকক রাষ্ট্র
অবস্থানইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তান
সংখ্যা৩৪টি প্রদেশ
জনসংখ্যা১,৪৭,৯৬৪ (নিমরুজ) – ৪৩,৭২,৯৭৭ (কাবুল)
আয়তন১,৮৪০ কিমি (৭১১ মা) (কপিস') – ৫৮,৫৮০ কিমি (২২,৬১৯ মা) (হেলমান্দ)
সরকার
  • প্রাদেশিক সরকার, জাতীয় সরকার
উপবিভাগ

আফগানিস্তানের দ্বি-কাক্ষিক জাতীয় আইনসভার ঊর্ধ্ব কক্ষে প্রতিটি প্রদেশ থেকে দুইজন প্রতিনিধি থাকেন। এদের মধ্যে একজন প্রাদেশিক কাউন্সিল কর্তৃক চার বছর মেয়াদের জন্য এবং অপর জন জেলা পরিষদ কর্তৃক তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। জাতীয় আইনসভার নিম্ন কক্ষের সদস্যরা সরাসরি জেলা পর্যায়ে নির্বাচিত হন। তবে প্রতি প্রদেশ থেকে নিম্ন কক্ষে কম্পক্ষে দুইজন মহিলা প্রতিনিধি থাকা বাধ্যতামূলক, যাদেরকে আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন করেন।

প্রদেশসমূহ

সম্পাদনা
আফগানিস্তানের প্রদেশ
প্রদেশ মানচিত্রে নং আইএসও
৩১৬৬-২:এএফ
কেন্দ্র জনসংখ্যা (২০১৫)[] আয়তন (km²) জেলা আছে U.N. অঞ্চল
বাদাখশান প্রদেশ ৩০ AF-BDS ফায়জাবাদ ৯,৫০,৯৫৩ ৪৪,০৫৯ ২৯ উত্তর পূর্ব আফগানিস্তান
বাদঘিজ প্রদেশ AF-BDG কালা ই নাও ৪,৯৫,৯৫৮ ২০,৫৯১ পশ্চিম আফগানিস্তান
বাগলান প্রদেশ ১৯ AF-BGL পুল ই খুমরি ৯,১০,৭৮৪ ২১,১১৮ ১৬ উত্তর পূর্ব আফগানিস্তান
বাল্‌খ প্রদেশ ১৩ AF-BAL মাজার-ই-শরিফ ১৩,২৫,৬৫৯ ১৭,২৪৯ ১৫ উত্তর পশ্চিম আফগানিস্তান
বামিয়ান প্রদেশ ১৫ AF-BAM বামিয়ন ৭,৪৭,২১৮ ১৪,১৭৫ মধ্য আফগানিস্তান
দায়কুন্দি প্রদেশ ১০ AF-DAY নিলি ৯,২৪,৩৩৯ ১৮,০৮৮ দক্ষিণ পশ্চিম আফগানিস্তান
ফারাহ প্রদেশ AF-FRA ফারাহ ৫,০৭,৪০৫ ৪৮,৪৭১ ১১ পশ্চিম আফগানিস্তান
ফারিয়ব প্রদেশ AF-FYB মায়মনা ৯,৯৮,১৪৭ ২০,২৯৩ ১৪ উত্তর পশ্চিম আফগানিস্তান
গজনি প্রদেশ ১৬ AF-GHA গজনি ১২,২৮,৮৩১ ২২,৯১৫ ১৯ দক্ষিণ পূর্ব আফগানিস্তান
ঘোর প্রদেশ AF-GHO চঘচরণ ৭,৯০,২৯৬ ৩৬,৪৭৯ ১০ পশ্চিম আফগানিস্তান
হেলমান্দ প্রদেশ AF-HEL লস্করগাহ ৯,২৪,৭১১ ৫৮,৫৮৪ ১৩ দক্ষিণ পশ্চিম আফগানিস্তান
হেরাত প্রদেশ AF-HER হেরাত ১৮,৯০,২০২ ৫৪,৭৭৮ ১৫ পশ্চিম আফগানিস্তান
জওজান প্রদেশ AF-JOW শেবেরগান ৫,৪০,২৫৫ ১১,৭৯৮ উত্তর পশ্চিম আফগানিস্তান
কাবুল প্রদেশ ২২ AF-KAB কাবুল ৪৩,৭২,৯৭৭ ৪,৪৬২ ১৮ মধ্য আফগানিস্তান
কান্দাহার প্রদেশ ১২ AF-KAN কান্দাহার ১২,২৬,৫৯৩ ৫৪,০২২ ১৬ দক্ষিণ পূর্ব আফগানিস্তান
কপিসা প্রদেশ ২৯ AF-KAP মাহমুদ-ই-রাকি ৪,৪১,০১০ ১,৮৪২ মধ্য আফগানিস্তান
খোস্ত প্রদেশ ২৬ AF-KHO খোস্ত ৫,৭৪,৫৮২ ৪,১৫২ ১৩ দক্ষিণ পূর্ব আফগানিস্তান
কুনার প্রদেশ ৩৪ AF-KNR আসাদাবাদ ৪,৫০,৬৫২ ৪,৯৪২ ১৫ উত্তর পূর্ব আফগানিস্তান
কুন্দুজ প্রদেশ ১৮ AF-KDZ কুন্দুজ ১০,১০,০৩৭ ৮,০৪০ উত্তর পূর্ব আফগানিস্তান
লাঘমান প্রদেশ ৩২ AF-LAG মিহতারলাম ৪,৪৫,৫৮৮ ৩,৮৪৩ পূর্ব আফগানিস্তান
লগার প্রদেশ ২৩ AF-LOG পোল-ই আলম ৩,৯২,০৪৫ ৩,৮৮০ মধ্য আফগানিস্তান
ভার্দাক প্রদেশ ২১ AF-WAR মাইদান শার ৫,৯৬,২৮৭ ৯,৯৩৪ মধ্য আফগানিস্তান
নঙ্গারহার প্রদেশ ৩৩ AF-NAN জালালাবাদ ১৫,১৭,৩৮৮ ৭,৭২৭ ২৩ পূর্ব আফগানিস্তান
নিমরুজ প্রদেশ AF-NIM জারঞ্জ ১,৬৪,৯৭৮ ৪১,০০৫ দক্ষিণ পশ্চিম আফগানিস্তান
নুরিস্তান প্রদেশ ৩১ AF-NUR পারুন ১,৪৭,৯৬৭ ৯,২২৫ উত্তর পূর্ব আফগানিস্তান
পাক্তিয়া প্রদেশ ২৪ AF-PIA গারদেয ৫,৫১,৯৮৭ ৬,৪৩২ ১১ দক্ষিণ পূর্ব আফগানিস্তান
পাক্তিকা প্রদেশ ২৫ AF-PKA শারানা ৪,৩৪,৭৪২ ১৯,৪৮২ ১৫ দক্ষিণ পূর্ব আফগানিস্তান
পাঞ্জশির প্রদেশ ২৮ AF-PAN বাজারাক ১,৫৩,৪৮৭ ৩,৬১০ উত্তর পূর্ব আফগানিস্তান
পারওয়ান প্রদেশ ২০ AF-PAR চরিকর ৬,৬৪,৫০২ ৫,৯৭৪ মধ্য আফগানিস্তান
সামাঙ্গান প্রদেশ ১৪ AF-SAM সামাঙ্গান ৩,৮৭,৯২৮ ১১,২৬২ উত্তর পশ্চিম আফগানিস্তান
সারে পোল প্রদেশ AF-SAR সার-ই পোল ৫,৫৯,৫৭৭ ১৬,৩৬০ উত্তর পশ্চিম আফগানিস্তান
তখর প্রদেশ ২৭ AF-TAK তালোকান ৯,৮৩,৩৩৬ ১২,৩৩৩ ১৬ উত্তর পূর্ব আফগানিস্তান
আরুজগান প্রদেশ ১১ AF-URU তারিনকোট ৩,৮৬,৮১৮ ১২,৬৯৬ মধ্য আফগানিস্তান
জাবুল প্রদেশ ১৭ AF-ZAB কালাত ৩,০৪,১২৬ ১৭,৩৪৩ দক্ষিণ পূর্ব আফগানিস্তান

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা