ইলিয়াস আহমেদ

পাকিস্তানী ক্রিকেটার

ইলিয়াস আহমেদ (জন্ম তারিখ অজানা) একজন পাকিস্তানি ক্রিকেটার যিনি ১৯৫৪–৫৫ মৌসুমে পূর্ব পাকিস্তানের হয়ে একক প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। তার প্রথম এবং একমাত্র রেকর্ড করা ম্যাচটি ১৯৫৪ সালের ডিসেম্বরের শেষদিকে সফরকারী ভারতীয় জাতীয় দলের বিপক্ষে অনুষ্ঠিত হয়েছিল।[১] তিন মাসের সফরের প্রথম ম্যাচ তিনি খেলেছিলেন এবং পূর্ব পাকিস্তান থেকে নেয়া দু'জনের মধ্যে একজন।[২] চট্টগ্রামের নিয়াজ স্টেডিয়ামে খেলা ঐ ম্যাচে ইলিয়াস পূর্ব পাকিস্তানের প্রথম ইনিংসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে (মাজহার-উল-ইসলাম ও মহসিন কাজির পরে) ব্যাট করেছিলেন এবং দত্তু ফাদকারের বোলিংয়ে নরেন তামানেকে ক্যাচ দেওয়ার আগে পাঁচ রান করেছিলেন। তিনি পূর্ব পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করেছিলেন। তখন দল ফলো-অনে পরেছিল এবং সুভাষ গুপ্তের বলে শূন্য রানে ক্যাচ দিয়ে বোল্ড হন তিনি।[৩] পূর্ব পাকিস্তান দুই দিনের মাথায় ইনিংস এবং ১৫ রানে ম্যাচটি হেরেছিল এবং ইলিয়াস প্রথম শ্রেণির পর্যায়ে আর কোনও ম্যাচ খেলেনি।[৪]

ইলিয়াস আহমেদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইলিয়াস আহমেদ
জন্মঅজানা
ভূমিকাব্যাটসম্যান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫৪পূর্ব পাকিস্তান ক্রিকেট দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম শ্রেণির ক্রিকেট
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা
ব্যাটিং গড় ২.৫০
১০০/৫০ ০/০
সর্বোচ্চ রান
ক্যাচ/স্ট্যাম্পিং ০/-
উৎস: CricketArchive, ২ জুন ২০১৩

আরো দেখুন সম্পাদনা

  • পূর্ব পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটারদের তালিকা

তথ্যসূত্র সম্পাদনা

  1. First-class matches played by Ilyas Ahmed (1) – CricketArchive. Retrieved 2 June 2013.
  2. India in Pakistan 1954/55 – CricketArchive. Retrieved 2 June 2013.
  3. East Pakistan v Indians, India in Pakistan 1954/55 – CricketArchive. Retrieved 2 June 2013.
  4. Ilyas Ahmed player profile – CricketArchive. Retrieved 2 June 2013.