ইলাবীড়া পূঞ্চিরা

ইলাবীড়া পূঞ্চিরা ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ম জেলার কঞ্জরের নিকট মেলুকাব গ্রামে অবস্থিত একটি শৈলময় পর্যটন স্থল৷ এই পর্যটন স্থলটি মানকুন্নু, কোদয়তূরমালা অবং তোনিপ্পারা নামে তিনটি আকর্ষণীয় পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত৷ অনুরূপ ভৌগোলিক কারণে এটি পর্বতারোহী ও পর্বতভ্রমণকারীদের জন্য একটি আদর্শ স্থান৷ [১]

Top view Ilaveezha poonchira
ইলাবীড়া পূঞ্চিরার উপরের দৃশ্য
ইলাবীড়া পূঞ্চিরা

নামকরণ সম্পাদনা

"ইলা-বীড়া-পূঞ্চিরা"-এর আক্ষরিক অর্থ 'অপর্ণমোচী পুষ্পপূর্ণ জলাশয়' বা ফুলে ভরা এক পুকুর যেখানে পাতা ঝড়ে পড়ে না৷ বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনে চারিদিকে পাহাড় ঘেরা অঞ্চলের মাঝের উপত্যকায় জল জমে বড়ো জলাশয়ের সৃষ্টি হয়৷ [২]

পর্যটন সম্পাদনা

ইলাবীড়া পূঞ্চিরা অন্তর্দেশীয় এবং আন্তরাষ্ট্রীয় উভয় প্রকার পর্যটকদের ক্ষেত্রেই একটি আকর্ষণীয় ও আদর্শ পর্যটন স্থান। ইদুক্কি এবং কোট্টায়ম জেলার সীমান্তে অবস্থিত এই অঞ্চলটি দক্ষিণ ভারতের একটি অন্যতম শৈল শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উচ্চতায় মনোরম সবুজ আবৃত চা বাগান এবং উপত্যকার মাঝে অবস্থিত। [৩]

ইতিহাস সম্পাদনা

একটি জনশ্রুতি অনুসারে, পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এই স্থানে সামরিক কিছুদিনের জন্য বাস করেছিলেন। তাদের স্ত্রী দ্রৌপদী তৎকালীন সময়ে এইখানে অবস্থিত একটি হ্রদের জলে স্নান করেছিলেন বলে জানা যায়। তার রূপে মুগ্ধ হয়ে একাধিকে দেবতা নিজেদের ঈক্ষণসন্তুষ্টি করার জন্য এখানে আসতেন। দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের এই কাণ্ডকারখানা ধরতে পেরে ওই হ্রদের চারদিকে আবরণ হিসেবে বিভিন্ন ধরনের ফুলে আবৃত পাহাড় নির্মাণ করেন এবং তাদের এই বিচিত্র অভ্যাস থেকে বিরত রাখার চেষ্টা করেন। এরপর থেকেই ওই জলাশয় পুষ্পময় পর্বতে ঘেরা একটি বিচ্ছিন্ন বাঁধে পরিণত হয়। ওই বাঁধের চারিদিকে কোন গাছপালা না থাকায় অঞ্চলটি বৃক্ষপত্রহীন হয়ে পড়ে, এরপর থেকে পর্বতঘেরা ওই অঞ্চল ইলা-বীড়া-পূঞ্চিরা নাম পায়। আবার অনেকে বলে থাকেন এই অঞ্চলে সবসময়েই বায়ুপ্রবাহের বেগ অধিক থাকায় গাছ থেকে খসে পড়া কোনো পাতাই আশেপাশে জমে না থাকার জন্য এরূপ নাম হয়ে থাকতে পারে৷ [৪]

গ্রন্থে উল্লেখ সম্পাদনা

পূঞ্চিরার জনশ্রুতি অগস্ত্য মুনি এবং তাঁর আশ্রমকে কেন্দ্র করে। তিনি এই অঞ্চলের বাস করতেন এবং সাধারণ মানুষ এখনো বিশ্বাস করেন তিনি এখনো এখানেই কোথাও বাস করেন তার আশ্রম এখানে কোন একটি স্থানে লুক্কায়িত রয়েছে। এখানকার আরেকটি আকর্ষণীয় স্থান হল পাঞ্চালীর নির্মিত কৃষ্ণ মন্দির। সাধারণ মানুষের বিশ্বাস পাঞ্চালীর অক্ষয়পাত্র এখানে কোথাও রয়েছে এবং অগস্ত্য মুনি দ্বারা সুরক্ষিত। [৫] রামায়ণের কিছু অংশের সঙ্গেও এই অঞ্চলটির জড়িত। জনশ্রুতি রয়েছে বনপর্বে রাম, লক্ষ্মণ ও সীতা কিছু মাস এখানে বাস করেছিলেন৷

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ilaveezha Poonchira in Keralatourism.org"। ১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Kerala Tourism Destionations"। ১৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১১ 
  3. https://www.thehindu.com/news/national/kerala/village-tourism-in-kottayam-moves-to-tropical-plantations/article29131363.ece/amp/
  4. "Ilaveezha Poonchira"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২০ 
  5. "Mahabharata story: Durvasa Muni and cooking pot of Draupadi! | Bhagavatam-katha" (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৫