ইমসাকিয়াহ (আরবি: إمساكية رمضان) একটি ইসলামিক সময়সূচী যা সকল নামাজের সময়, ইফতার, সেহরি এবং দিনের বেলা রোজার সময় এবং বিশ্বের সকল দেশে রমজানের অন্যতম সময়সূচির বিবেচনা করে।[১][২]

ইতিহাস সম্পাদনা

১২৬২ হিজরি / ১৮৪৬ খৃষ্টাব্দে রমজান মাসে মিশরে অটোমান সাম্রাজ্যের রাজত্বকালে মুহাম্মদ আলীর শাসনকালে তাঁর মৃত্যুর দু'বছর আগে ইমসাকিয়াহর ধারণা হয়। এটি প্রথম মিশরের বুলাকের মুদ্রণ ঘরে ছাপা হয়েছিল এবং এটি হলুদ কাগজ ছিল যা ২৭ সেমি প্রস্থ এবং ১৭.৫ সেমি দীর্ঘ ছিল। [৩] [৪] [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "البداية فين.. "إمساكية رمضان" متى ظهرت وأين طبعت؟"اليوم السابع। ২০১৮-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০২ 
  2. "إمساكية رمضان في دبي" 
  3. "Prayer Times"QuranOnline.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০২ 
  4. "أول إمساكية رمضان في مصر | فيديو"بوابة الأهرام (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০২ 
  5. "تاريخ رمضان .. في «العهد العلوي»: اكتشاف المدفع والإمساكية | المصري اليوم"www.almasryalyoum.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০২