ইন্টার তুরকু
ফুটবল ক্লাব
ফুটবল ক্লাব ইন্টারন্যাশনাল তুরকু (ইংরেজি: Football Club International Turku; এছাড়াও ইন্টার তুরকু অথবা শুধুমাত্র ইন্টার নামে পরিচিত) হচ্ছে তুরকু ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টার তুরকু তাদের সকল হোম ম্যাচ তুরকুর ভেরিতাস স্তাদিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৯,৩৭২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জোসে রিবেইরো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন স্টেফান হোকান্স। ফিনীয় আক্রমণভাগের খেলোয়াড় তিমো ফুরুহোলম এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
পূর্ণ নাম | ফুটবল ক্লাব ইন্টারন্যাশনাল তুরকু | ||
---|---|---|---|
ডাকনাম | সিনিমুস্তাত ('কালো এবং নীল') | ||
প্রতিষ্ঠিত | ১৯৯০ | ||
মাঠ | ভেরিতাস স্তাদিওন | ||
ধারণক্ষমতা | ৯,৩৭২ | ||
সভাপতি | স্টেফান হোকান্স | ||
ম্যানেজার | জোসে রিবেইরো[১] | ||
লিগ | ভেইক্কাউসলিগা | ||
২০১৯ | ২য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, ইন্টার তুরকু এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ভেইক্কাউসলিগা, ২টি ফিনীয় কাপ এবং ১টি ফিনীয় লীগ কাপ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনা- বিজয়ী: ২০০৮
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ FC Interin uudet kuviot aukevat – pari uutta lähtijää vahvistui, suomifutis.com, 1 November 2019
- ↑ "বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ফিনীয়)