ইতালিতে ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম। একটি সূত্র মতে, ইতালির মুসলমানরা দেশটির মোট জনসংখ্যার ২% গঠন করে। [২] ইতালিতে মুসলমানদের উপস্থিতি ৯ম শতাব্দীতে হয়, যখন ৮২৭ সালে সিসিলি আগলাবি রাজবংশের নিয়ন্ত্রণে আসে।[৩] তখন থেকে বার শতক পর্যন্ত ইতালিতে একটি বিশাল মুসলিম উপস্থিতি ছিল। উত্তর আফ্রিকায় মুসলমানদের ধর্মান্তর ও দেশত্যাগের ফলে সিসিলির নর্ম্যান জয় ইসলামকে ক্রমশ পতনের দিকে নিয়ে যায়। যদিও একটি ছোট মুসলিম সম্প্রদায় অন্তত ১৩০০ সাল পর্যন্ত সেখানে টিকে ছিল (লুসেরার মুসলিম বসতি)।

ইউরোপে ইসলাম
দেশের জনসংখ্যা অনুযায়ী শতকরা হার[১]
  ৯০–১০০%
  ৭০–৮০%
কাজাখস্তান
  ৫০–৭০%
  ৩০–৫০%
উত্তর মেসেডোনিয়া
  ১০–২০%
  ৫–১০%
  ৪–৫%
  ২–৪%
  ১–২%
  < ১%
রোম মসজিদ, পশ্চিমা বিশ্বের বৃহত্তম মসজিদ।

২০ শতকের সময়, ইতালীয় সোমালিল্যান্ড থেকে প্রথম সোমালীয় অভিবাসীরা ইতালিতে আসতে শুরু করে। সাম্প্রতিক বছরগুলিতে, পাকিস্তান, বল্কান, বাংলাদেশ, ভারত, মরক্কো, মিশরতিউনিসিয়া থেকে অভিবাসন হয়েছে। [৪] এছাড়াও ইতালিতে (সবচেয়ে উল্লেখযোগ্য সিসিলি দ্বীপে) ইসলামে ধর্মান্তরিত লোক রয়েছে। [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Religious Composition by Country, 2010-2050"পিউ রিসার্চ সেন্টার। ১২ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭ 
  2. "Pdf" (পিডিএফ)। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৩ 
  3. "Assessment of the status, development and diversification of fisheries-dependent communities: Mazara del Vallo Case study report" (পিডিএফ)European Commission। ২০১০। পৃষ্ঠা 2। ১৪ নভেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১২In the year 827, Mazara was occupied by the Arabs, who made the city an important commercial harbour. That period was probably the most prosperous in the history of Mazara. 
  4. "Statistiche demografiche ISTAT"demo.istat.it। ১ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮ 
  5. "La comunità islamica più numerosa in Italia? Quella Italiana | Migranti Torino" (ইতালীয় ভাষায়)। ৯ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৪