ইওলা

সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের ঐতিহ্যবাহী দলগত নৃত্য

ইওলা (ইংরেজি: Yowla) অথবা আল ইওলা সংযুক্ত আরব আমিরাত এর একটি ঐতিহ্যবাহী অস্ত্র নৃত্য[১] এবং সংযুক্ত আরব আমিরাতের বিজয় নৃত্য[২]। ছাপানো মাধ্যমে ইওলা বা ইওল্লাহ সম্পর্কে বলা হয়েছে,"এক প্রকার বেদুঈন নৃৃৃত্য যা পুরুষ কর্তৃক লাঠি, বন্দুুক বা তরবারি নাচানোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য উদ্‌যাপন করায় ব্যবহৃত হয়।[৩]

ইওলা নাচ

নৃত্য পদ্ধতি সম্পাদনা

নাচটিতে ছেলে এবং পুরুষরা প্রচলিত আমিরাতি সংগীতের সাথে তরবারি নাচায়। [৪] এছাড়া, তারা নকল বন্দুুকও নাচায় [৫] যা সম্পূর্ণভাবে কাঠ ও ধাতু দ্বারা তৈরি। পুুুুরুষরাা বিভিন্ন কৌশলে বন্দুক নাচিয়়ে ও ছুড়ে গানের তালে তালে উপর-নিচ করার মাধ্যমে নাচতে থাকে। এই ধরনের নৃৃত্যে দুর্দান্ত দক্ষতা ও মনোনিবেশ প্রয়োজন।

জনপ্রিয় মাধ্যম ও রাজনীতিতে সম্পাদনা

দুবাইয়ের পর্যটন ও বাণিজ্য বিপণন বিভাগ ২০০২ সাল থেকে শায়খ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে, যাতে আল ইওলা প্রতিযোগিতা অন্তর্ভুক্ত হয়েছে। [৬]

গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী, ২০১০ সালের ২৬ নভেম্বর ফুজাইরা নামক স্থানে সবচেয়ে বড় ইওলা অনুষ্ঠিত হয়, যেখানে ফুজাইরার রাজপুত্রের জন্য তিনটি ভিন্ন জাতিগোষ্ঠীর ২৮৫ জন প্রতিযোগী এক ঐতিহ্যবাহী তরবারি প্রতিযোগিতাায় অংশ নেয়।[৭]

২০১৭ সালে কিছু তরুণদের ইওলা নাচের একটি মিম ভিডিও ভাইরাল হয়। এইদা আল মেনহালির গাওয়া "মুতসাওয়ে" নামক গানটি গাড়িতে ও রাস্তায় ভিডিও করা হয়। [৮] শেখডমের অ্যাটর্নি জেনারেল হামাস সাইফ আল শামসি বলেছিলেন যে নাচের ভিডিওগুলি "আমিরাতি সমাজের জন্য ক্ষতিকর।" [৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Khaleej Times Online - Al Yowla contest today"web.archive.org। ২০০৭-০২-২৮। Archived from the original on ২০০৭-০২-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  2. "Qasr Al Hosn festival 2014"Time Out Abu Dhabi (ইংরেজি ভাষায়)। ২০১৪-০২-১১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  3. "Authorities and parents warn young Emiratis over 'offensive' viral dance craze"The National (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  4. "Global Village: Where food, fun, fashion and the fabulous meet"Gulf News। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯ 
  5. "UAE issues Jail Threat After 'Weird' Dance Video Goes Viral"Newsweek। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯ 
  6. "DTCM lines up skill contests for DSF"Khaleej Times। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯ 
  7. "Largest yowla dance"Guinness World Records (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  8. "Authorities and parents warn young Emiratis over 'offensive' viral dance craze"The National। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা