ইউসুফ আলী মোল্লা
মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা একজন বাংলাদেশি শিক্ষাবিদ ও অধ্যাপক। তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] ড.কাজী শহীদুল্লাহ চেয়ারম্যান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন। [২]
ইউসুফ আলী মোল্লা | |
---|---|
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন | |
কাজের মেয়াদ ৮ মে ২০১৯ – ২২ মে ২০১৯ | |
রাষ্ট্রপতি | আবদুল হামিদ |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশি |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যককুইয়ারি বিশ্ববিদ্যালয় |
পেশা | শিক্ষাবিদ, অধ্যাপক |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে রসায়নে স্নাতক ও ১৯৭০ সালে শারীরিক-অজৈব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩] তিনি ১৯৭৯ সালে সিডনির ম্যককুইয়ারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাইউসুফ ১৯৭২ সালের মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৭৫ সালের মার্চ পর্যন্ত শিক্ষকতা করেন।[৩] ১৯৮১ সালের জুনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।[৩] ১৯৮৪ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯৩ সালের জুন পর্যন্ত একই বিভাগে সহযোগী অধ্যাপক ও ১৯৯৩ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত পূর্ণ অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীতে তাকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।[৩]
২০১৯ সালের ৮ মে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ২০১৫ সালের ২৮ মে থেকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নতুন ইউজিসি চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।
- ↑ https://www.thedailystar.net/city/news/prof-kazi-shahidullah-new-ugc-chairman-1747276
- ↑ ক খ গ ঘ ঙ "ইউসুফ আলী মোল্লা" (পিডিএফ)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।
- ↑ "ইউজিসি চেয়ারম্যান হলেন অধ্যাপক ইউসুফ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।