আহমেদ জেওয়াইল

রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
(আহমেদ হাসান থেকে পুনর্নির্দেশিত)

আহমেদ হাসান একজন মিশরীয়-মার্কিন বিজ্ঞানী। তিনি ১৯৯৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

আহমেদ হাসান
২০০৯ সালে ওথমার স্বর্ণপদক গ্রহণকালে আহমেদ হাসান
জন্ম
আহমেদ হাসান জিওয়াইল

(১৯৪৬-০২-২৬)২৬ ফেব্রুয়ারি ১৯৪৬
মৃত্যুআগস্ট ২, ২০১৬(2016-08-02) (বয়স ৭০)
জাতীয়তামিশরীয়, মার্কিন
মাতৃশিক্ষায়তনআলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়, পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণফেমটো পদার্থবিদ্যা
পুরস্কারবাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (১৯৮৯)
পিটার ডিবাই অ্যাওয়ার্ড (১৯৯৬)
ই. ব্রাইট উইলসন পুরস্কার (১৯৯৭)
রসায়নে নোবেল পুরস্কার (১৯৯৯)

নীল পদক (মিশর) (১৯৯৯)
ই. ও. লরেন্স পুরস্কার (১৯৯৮)
দ্য ফ্র‍্যাংকলিন পদক (আমেরিকা) (১৯৯৮)
টলম্যান অ্যাওয়ার্ড (১৯৯৭)
রসায়নে ওল্ফ পুরস্কার (১৯৯৩)
আলবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড অফ সায়েন্স (২০০৬)
ওথমার স্বর্ণপদক (২০০৯)
প্রিস্টলি মেডেল (আমেরিকা) (২০১১)
ডেভি পদক (২০১১)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন, পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
ওয়েবসাইটhttp://www.zewail.caltech.edu/

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

হাসান ১৯৪৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ১৯৬৭ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৬৯ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষক হিসেবে যোগদান করেন।

তথ্যসূত্র

সম্পাদনা