আহমেদ ও মোহাম্মদ হোসেন

আহমেদ হোসেন এবং মোহাম্মদ হোসেন ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী চর দরওয়াজা, জয়পুরের গজল গায়ক। তারা দুই ভাই যারা শাস্ত্রীয় গজল গান করেন। বিখ্যাত গজল ও ঠুমরি গায়ক ওস্তাদ আফজাল হোসেনের পুত্র, তারা রাজস্থানে জন্মগ্রহণ করেন। ওস্তাদ আহমেদ হোসেন ৩ ফেব্রুয়ারি ১৯৫১,ওস্তাদ মোহাম্মদ হোসেন ২ ডিসেম্বর ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন।[][] এই জুটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতভজন পাশাপাশি গজলের মতো জয়পুর ঘরানার শাস্ত্রীয় ও ঠুমরি শিল্পী হিসেবে[] ১৯৫৮ সালে তাদের সঙ্গীত জীবন শুরু করেন।[] বিশেষ করে গজল, ক্লাসিক্যাল, ভক্তিমূলক, লোক, নাত, হামদ-এ তাঁরা প্রসিদ্ধি লাভ করেন। তাদের প্রথম অ্যালবাম গুলদস্তা ১৯৮০ সালে প্রকাশিত হয় এবং তা সফল হয়। তারপর থেকে তারা প্রায় ৫০ টি অ্যালবাম প্রকাশ করেন। তারা মান ভি জা-তে টেম্পো মিউজিকের দিকে ঝুঁকে তাদের সঙ্গীতকে জনপ্রিয় করার চেষ্টা করেছেন।[] তারা সুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক এবং উদ্যোক্তা। সেইসঙ্গে তাঁরা হারমোনিয়াম, তানপুরা, পিয়ানো বাজান।

ওস্তাদ আহমেদ ও মোহাম্মদ হোসেন
আহমেদ এবং মহম্মদ হুসেন নভেম্বর ২০১৫ সালে মধ্যপ্রদেশ উপজাতীয় যাদুঘরে অনুষ্ঠান করছেন
আহমেদ এবং মহম্মদ হুসেন নভেম্বর ২০১৫ সালে মধ্যপ্রদেশ উপজাতীয় যাদুঘরে অনুষ্ঠান করছেন
প্রাথমিক তথ্য
জন্মওস্তাদ আহমেদ হোসেন ৩ ফেব্রুয়ারী ২৯৫১,ওস্তাদ মোহাম্মদ হোসেন ২ ডিসেম্বর ১৯৫৩
জয়পুর, রাজস্থান, ভারত
ধরনগজল, ক্লাসিক্যাল, ভক্তিমূলক, লোক, নাত, হামদ
পেশাসুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক, উদ্যোক্তা
বাদ্যযন্ত্রকণ্ঠ, হারমোনিয়াম, তানপুরা, পিয়ানো
কার্যকাল১৯৫৮–বর্তমান
লেবেলইএমআই, এইচএমভি, সারেগামা, বিশ্ব সঙ্গীত, সনি বিএমজি মিউজিক এন্টারটেইনমেন্ট, পলিডোর, টিপস, ভেনাস, টি-সিরিজ
ওস্তাদ আহমেদ হুসেন - আহমেদ এবং মোহাম্মদ হুসেন - ভারতীয় গজল গায়ক
ওস্তাদ মোহাম্মদ হুসেন - আহমেদ এবং মোহাম্মদ হুসেন - ভারতীয় গজল গায়ক

ওস্তাদ আহমেদ ও মহম্মদ হোসেন গজলের জগতে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তারা দুই ভাই একসাথে গজল গান করেন। তারা শাস্ত্রীয় রীতিতে গজল করেন।[] তাদের ছেলে জাভেদ হুসেন, মাজ্জাম হুসেন এবং ইমরান হোসেনও গায়ক।[]

২০১০ সালে, তারা সারেগামা লেবেলের অধীনে একটি নতুন অ্যালবাম খোয়াব বসেরা প্রকাশ করেন। অ্যালবামে ডঃ হারিওমের "ধূপ কা পরচম" থেকে নির্বাচিত গজলগুলির পাশাপাশি কিছু নতুন গজল রয়েছে। তারা ইএমআই, এইচএমভি, সারেগামা, বিশ্ব সঙ্গীত, সনি বিএমজি মিউজিক এন্টারটেইনমেন্ট, পলিডোর, টিপস, ভেনাস, টি-সিরিজ এ কাজ করেন।

পুরস্কার

সম্পাদনা

ভারতের সঙ্গীতপ্রেমীরা গজল গায়ক ভাই আহমেদ হোসেন এবং মোহাম্মদ হোসেনকে দেওয়া সম্মানে বিশেষভাবে খুশি। এই দুই শিল্পীই জয়পুরে বসবাস করলেও তাদের 'কর্মভূমি' রয়ে গেছে মুম্বাই।[]

অ্যালবাম

সম্পাদনা

নাত, রিফাকত, মুখতিব, শামখানা, কাভি কাভি, নূর-ই-ইসলাম, খেয়াল-ই-ইয়ার, পেয়ার কা জজবা, সর্বশ্রেষ্ঠ হিট - দুটি ডিস্ক (এইচএমভি), রাহনুমা, জিন্দেগি, গুলদস্তা (প্রথম অ্যালবাম)[], নিসার, শ্রাদ্ধ (ভজন), ভাবনা (ভজন), অনুপম বাণী (ভজন), রি-ম্যান, সরমায়া (ফন্টানা ইন্ডিয়াতে ১৯ সেপ্টেম্বর ২০০৬ মুক্তিপ্রাপ্ত), আগোশ, সাফাক, দিল কি বাত, রাজ-ই-উলফাত, দশম গ্রন্থ[], আআহ, কাশিশ, মেরি মহব্বত[], ইজহার, হুমখয়াল, বীর-জারা, গজল ও গীত, আই-সাবা, খেয়াল - গীত ও গজল (লাইভ), কাহ কাশান ভলিউম। ১ (লাইভ), শামখানা খন্ড। ২: গজলের একটি লাইভ মাহফিল, দ্য গোল্ডেন মোমেন্টস - আহমেদ হোসেন - মোহাম্মদ হুসেন (সারেগামা), সোনালী মুহূর্ত - পুরকাইফ হাওয়ায়েন হ্যায়, সোনালী মুহূর্ত – পেয়ার কা জজবা, সোনালী মুহূর্ত – মৌসম আয়েঙ্গে – যায়েঙ্গে, কাভি কাভি আলাদ বলদ বাওয়ে দা-সাতরঙ্গি (পাঞ্জাবি), দারুন গজল, ধোলা ভাসদা রেভেন (পাঞ্জাবি), এক হাই সরূপ (পাঞ্জাবি), তাসভীর, খোয়াব বসেরা (নভেম্বর ২০১০), অনুরোধের আসর - খণ্ড- 2 (জানুয়ারি ১৯৯৪) (বাংলা), মান ভি জা[]

ছায়াছবি

সম্পাদনা

দাতব্য কনসার্ট

সম্পাদনা

আহমেদ এবং মোহাম্মদ হোসেন ক্যান্সার রোগী, অন্ধ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহে সহায়তা করার জন্য সারা বিশ্বে কনসার্টে পারফর্ম করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ghazal brothers Ustad Ahmed and Mohammed Hussain on Idea Jalsa"। radioandmusic.com website। ৩ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৮ 
  2. SD Sharma (১৩ অক্টোবর ২০১০)। "The Tribune Lifestyle (scroll down to section 'Music within'"। The Tribune, Chandigarh (newspaper)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৮ 
  3. Hussain brothers to regale Patiala audience The Tribune, Chandigarh (newspaper), Published 22 October 2005. Retrieved 2 December 2018
  4. Wah Ustads Wah (profile of Ahmed and Mohammad Hussain) The Tribune, Chandigarh (newspaper), Published 2 October 2005. Retrieved 2 December 2018
  5. Ustad Ahmed Hussain & Ustad Mohammad Hussain (Classical Bhajans uploaded) newsgroups.com website, Published 30 September 2008. Retrieved 2 December 2018
  6. [1] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০১১ তারিখে Retrieved 2 December 2018
  7. "Padma Awards 2023 announced"Press Information Buereau। Ministry of Home Affairs, Govt of India। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৩ 
  8. "mohammed hussain: Ghazal singer brothers Ahmed Hussain and Mohammed Hussain receive Padma awards | TOI Original - Times of India Videos"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮