আশীৰ্বাদর রং
অরুণ শর্মা রচিত একটি সামাজিক উপন্যাস
আশীর্বাদর রং একটি অরুণ শর্মা দ্বারা রচিত একটি সামাজিক উপন্যাস। ১৯৯৮ সালে এই উপন্যাসটি সাহিত্য অকাডেমির পুরস্কার লাভ করে। উপন্যাসটি প্রথম প্রকাশ হয় ১৯৯৬ সালে। প্রকাশক ছিল জার্নাল এম্পোরিয়াম। তারপর যথাক্রমে ১৯৯৮, ১৯৯৯, ২০০৬ এবং ২০১০ সালে উপন্যাসটির পুনর্সংস্করণ প্রকাশ হয়েছিল। অসমের একটি পত্রিকা প্রান্তিকে এই উপন্যাসটি ধারাবাহিকভাবে মোট সাতাশটা খণ্ডে প্রকাশ পেয়েছিল। উপন্যাসটি ধারাবাহিকরূপে তেরটা খণ্ডে আকাশবাণী ডিব্রুগড় এবং গুয়াহাটি কেন্দ্র থেকে প্রচারিত করা হয়েছিল।
লেখক | অরুণ শর্মা |
---|---|
প্রকাশনার স্থান | অসম, ভারত |
ভাষা | অসমীয়া |
বিষয় | উপন্যাস |
প্রকাশক | জার্নাল এম্পোরিয়াম |
মিডিয়া ধরন | মুদ্রণ |
পূর্ববর্তী বই | ২০০৬ |
পরবর্তী বই | ২০১০ |