আশিষ লামা (নেপালি: आशिष लामा, ইংরেজি: Aashish Lama; জন্ম: ১ ডিসেম্বর ১৯৯৬; আশিষ লামা নামে সুপরিচিত) হলেন একজন নেপালি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেপালি ক্লাব বুটবল লুম্বিনি এবং নেপাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আশিষ লামা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আশিষ লামা
জন্ম (1996-12-01) ১ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান নেপাল
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বুটবল লুম্বিনি
জার্সি নম্বর ১০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০১৯ নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী
২০১৯ মনাং মরস্যাংদি
২০১৯–২০২১ নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী
২০২১– বুটবল লুম্বিনি
জাতীয় দল
২০১৯– নেপাল (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১২, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮–১৯ মৌসুমে, নেপালি ক্লাব নেপাল সশস্ত্র পুলিশ বাহিনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; নেপাল সশস্ত্র পুলিশ বাহিনীর হয়ে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর ২০১৯–২০ মৌসুমে তিনি মনাং মরস্যাংদিতে যোগদান করেছেন। মনাং মরস্যাংদিতে এক মৌসুম অতিবাহিত করার পর পুনরায় নেপাল সশস্ত্র পুলিশ বাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী হতে নেপালি ক্লাব বুটবল লুম্বিনিতে যোগদান করেছেন।

আশিষ ২০১৯ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেপালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আশিষ লামা ১৯৯৬ সালের ১লা ডিসেম্বর তারিখে নেপালে জন্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

২০১৯ সালের ২৫শে মার্চ তারিখে, ২২ বছর, ৩ মাস ও ২৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আশিষ কুয়েতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেপালের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচটি কুয়েত ০–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৩]

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
নেপাল ২০২১
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kuwait - Nepal 1:0 (Friendlies 2019, March)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Kuwait - Nepal, Mar 25, 2019 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ২৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 
  3. Strack-Zimmermann, Benjamin (২৫ মার্চ ২০১৯)। "Kuwait vs. Nepal (1:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা