আশরাফুল ওয়াসিলা ইলা ফাহিম শামাইলি

আশরাফুল ওয়াসিলা ইলা ফাহিম শামাইলি (আক্ষ.'শামাইল বোঝার সবচেয়ে মহৎ উপায়') হলো ইবনে হাজার আল-হায়তামি (মৃত্যু ৯৭৪ হি) দ্বারা মুহাম্মদের একটি জীবনীগ্রন্থ, বইটি মুহাম্মাদিয়ার শামাইলের বিজ্ঞান বিষয়ক একটি বই, ইমাম তিরমিজি কর্তৃক লিখিত শামাইল আল-মুহাম্মাদিয়া বইটি হলো উল্লেখিত বইটির একটি ব্যাখ্যামূলক গ্রন্থ।

আশরাফুল ওয়াসিলা ইলা ফাহিম শামাইলি
বইয়ের প্রচ্ছদ
লেখকইবনে হাজার আল হায়তামি
মূল শিরোনামأشرف الوسائل إلى فهم الشمائل (আরবি ভাষা)
কাজের শিরোনামশামাইল বোঝার সবচেয়ে মহৎ উপায়
দেশমিশর
ভাষাআরবি
বিষয়মুহাম্মাদের জীবনী
ধরননন-ফিকশন
পটভূমিমুহাম্মাদের উপর সালাম প্রেরণ
প্রকাশনার তারিখ
১০ম শতক
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ (শক্তমলাট)

বইটি লেখার কারণ

সম্পাদনা

ইবনে হাজার আল-হায়তামি বইটির ভূমিকায় বলেন:[]

এটি একটি সংক্ষিপ্তসার গ্রন্থ, যা আমরা ইমাম আল-হাফিজ আবু ঈসা মুহাম্মাদ-এর শামাইলের বিষয়টি নিয়ে আলোচনা করি, এর উৎস হল গাদা আল-হাদ্দাহ, আল-তিরমিযীর তথ্যসূত্র। তিরমিযী গিহোনের নিকটবর্তী একটি শহর, যা বলখ নদীর একটি শহর, যখন এটি এক বছর আগে রমজানে আমার কাছে পাঠ করা হয়েছিল। যখন কাবা শরীফে ৯৪০ হিজরির রমজানে আমার নিকট পাঠ করা হয়েছিলো আমি তখন এটিকে গুণ বোঝার সবচেয়ে সম্মানজনক মাধ্যম বলে অভিহিত করেছিলাম৷ আমি আল্লাহকে আমার এই কর্ম কবুল করার জন্য দোয়া করেছিলাম, আমিন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা