আল-হান্নানাহ মসজিদ

ইরাকের শিয়া মসজিদ

আল-হান্নানাহ মসজিদ ইরাকের নাজাফ শহরে অবস্থিত একটি শিয়া মসজিদ। এই মসজিদটিকে মসজিদ আর-রাস ও বলা হয় যার অর্থ "মাথার মসজিদ" (হুসাইন ইবনে আলীর), কারণ হুসাইনের মাথা এ মসজিদের মাঝখানে রাখা হয়েছে। যা তার বংশধর জাফর আল-সাদিকের একটি হাদিসে পাওয়া গিয়েছে।[][]

আল-হান্নানাহ মসজিদ
আরবি: مَسْجِد ٱلْحَنَّانَة
২০১৩ সালে আল-হান্নানাহ মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
ধর্মীয় অনুষ্ঠানশিয়া ইসলাম
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ এবং মাজার
অবস্থাচালু
অবস্থান
অবস্থানকুফা-নাজাফ মহানগরী, ইরাক
আল-হান্নানাহ মসজিদ ইরাক-এ অবস্থিত
আল-হান্নানাহ মসজিদ
ইরাকে অবস্থিত
আল-হান্নানাহ মসজিদ মধ্যপ্রাচ্য-এ অবস্থিত
আল-হান্নানাহ মসজিদ
ইরাকে অবস্থিত
আল-হান্নানাহ মসজিদ পশ্চিম ও মধ্য এশিয়া -এ অবস্থিত
আল-হান্নানাহ মসজিদ
ইরাকে অবস্থিত
স্থানাঙ্ক৩২°০০′১৮″ উত্তর ৪৪°২০′০৪″ পূর্ব / ৩২.০০৫০০° উত্তর ৪৪.৩৩৪৪৪° পূর্ব / 32.00500; 44.33444
স্থাপত্য
ধরনইসলামি স্থাপত্য
প্রতিষ্ঠাতাপ্রথম আব্বাস (পারস্য)
বিনির্দেশ
গম্বুজসমূহ
স্থানের এলাকা৭,৪০০ বর্গমিটার (৮০,০০০ ফু)

বিশেষ উল্লেখ

সম্পাদনা

আল-হান্নানাহ মসজিদটি নাজাফকুফা মহানগরীতে কুমায়েল ইবনে জিয়াদ এর কবরের পাশে অবস্থিত। এর আয়তন ৭,৪০০ বর্গ মিটার (৮০,০০০ বর্গ ফুট)।[][] শেখ আল-মুফিদ, সাইয়্যেদ ইবনে তাউস এবং মুহাম্মদ ইবনে মক্কী এর মতে, লোকেরা যখন আল-হান্নানাহ মসজিদে আসতো, তখন তারা দুই ইউনিটে নামাজ পড়তো।

ইতিহাস

সম্পাদনা

জাফর মাহবুবা বিশ্বাস করেন যে, এই মসজিদটি ইমাম আলী মাজারের পাশাপাশি নির্মিত হয়েছিলো। আল-বুরাকী বিশ্বাস করতেন যে, এই মসজিদটি পারস্যের প্রথম আব্বাসের আদেশে নির্মিত হয়েছিলো এবং এ কারণে তিনি নাজাফ শহরের লোকদের মধ্যে পরিচিত ছিলেন। মোহাম্মদ হিরজ এদ্দিন এবং মির্জা হাদি এল-খোরাসানির মতে, মাহমুদ গাজান বা হালাকু খান মসজিদটির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।[]

জাফর আল-সাদিকের একটি বর্ণনা অনুসারে, আলি মারা যাওয়ার পর তার পুত্র হাসানহুসাইন তার লাশ কুফা থেকে নাজাফে নিয়ে যান। তারা যাওয়ার সময় এ মসজিদের পিলারগুলো লাশের দিকে হেলে পড়ে।[][] আল-হান্নানাহ নামের অর্থ "দুবার কান্না করা"। এটি দুটি ঘটনাকে নির্দেশ করে: প্রথমত, যখন আলীর দাফনের কাফন মসজিদে আনা এবং দ্বিতীয়টি, তার পুত্র হুসাইনের মাথা মসজিদের মাঝখানে রাখা।

চিত্রশালা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কুমি, আব্বাস (২০১৪)। নাফাসুল মাহমুম। ক্রিয়েটস্পেস ইন্ডিফেন্ডেন্ট পাবলিশিং প্লাটফর্ম। আইএসবিএন 978-1502504067 
  2. স্টাফ রাইটার। "রাস মসজিদ"ইমামলী। ২০১৬-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  3. স্টাফ রাইটার। "ইরাক"আল-ইসলাম 
  4. হান, জিওফ; ডাব্রোস্কা, ক্যারেন; টাউনসেন্ড-গ্রিভস, টিনা (২০১৫)। ইরাক: প্রাচীন স্থান ও ইরাকি কুর্দিস্তান। ব্র্যাডট ট্রাভেল গাইডস। আইএসবিএন 978-1841624884 
  5. আল্লামা মাজলেসী, মুহম্মদ বাকির মজলিসীবিহারুল আনোয়ার৯৭। পৃষ্ঠা ৪৫৫।