আল-খুলাফা মসজিদ

ইরাকের মসজিদ

আল-খুলাফা মসজিদ (আরবি: جامع الخلفاء) হলো ইরাকের বাগদাদে অবস্থিত একটি ঐতিহাসিক সুন্নি ইসলামি মসজিদ

আল-খুলাফা মসজিদ
আল-কাসর মসজিদ
আরবি: جامع الخلفاء
২০১৪ সালে আল-খুলাফা মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থানবাগদাদ, ইরাক
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীআব্বাসীয় স্থাপত্যশৈলী
প্রতিষ্ঠাতাআল-মুকতাফি
ভূমি খনন৯০২ খ্রিষ্টাব্দ
সম্পূর্ণ হয়৯০৮ খ্রিষ্টাব্দ
বিনির্দেশ
গম্বুজসমূহ
মিনার
মিনারের উচ্চতা৩৪ মিটার (১১২ ফু)

ইতিহাস সম্পাদনা

মসজিদটি আব্বাসীয় যুগের পূর্ববর্তী এবং ১৭তম আব্বাসীয় খলিফা আল-মুকতাফি (শা. ৯০২–৯০৮) দ্বারা পরিচালিত হয়েছিল যা তার এবং তার পিতা আল-মুত্তাদিদ দ্বারা প্রশস্ত প্রাসাদ কমপ্লেক্সের জামে মসজিদ হিসেবে নির্মিত হয়। এই কারণে, মসজিদটিকে প্রায়ই আল-কাসর মসজিদ (আরবি: جامع القصر) বলা হয় যার আক্ষরিক অর্থ আরবিতে "রাজবাড়ীর মসজিদ"। পরবর্তীতে মসজিদটি খলিফার মসজিদ নামে অভিহিত করা হয়, যা থেকে বর্তমান নাম আল-খুলাফা দেয়া হয়। মসজিদটি বাগদাদ শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। ১৩২৭ সালে বাগদাদ সফর করার সময় মসজিদটি ইবন বতুতার ভ্রমণ রেকর্ডে উল্লেখ করা হয়েছিলো।[১]

স্থাপত্যশৈলী সম্পাদনা

মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য অংশটি হচ্ছে ৩৪ মিটার (১১২ ফুট) উঁচু মিনারটি যা এখনও টিকে আছে। মূল নির্মাণটি থেকে মিনারটিই একমাত্র অংশ যা এখনো অবশিষ্ট রয়েছে। এটি মসজিদ প্রাঙ্গণের দক্ষিণ-পূর্ব কোণে স্থাপিত এবং ইট ও মর্টারে নির্মিত। মিনার এবং এর ভিত্তিটি মুকার্নাস দ্বারা সজ্জিত এবং মিনারের ফ্রেমটিতে কুফিক লিপিইসলামী জ্যামিতিক নিদর্শন খোদাই করা আছে। ১৯৬০ সালে মিনারটি সংস্কার করা হয়েছিলো।[২] তবে বর্তমানে সুন্নি-ভিত্তিক মসজিদ এবং শিয়া-সংখ্যাগরিষ্ঠ সরকারের মধ্যকার সাম্প্রদায়িক বিভেদ থেকে উদ্ভূত রক্ষণাবেক্ষণের অভাবে এটি ভেঙে যাওয়ার উদ্বেগ রয়েছে।[৩]

চিত্রশালা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. كتاب دليل خارطة بغداد المفصل - تأليف الدكتور مصطفى جواد والدكتور أحمد سوسة - مطبعة المجمع العلمي العراقي. 1958. p.125.
  2. "Khulafa Central Mosque | Abbasid minaret seen in Baghdad streetscape"Archnet। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৭ 
  3. Zeed, Adnan Abou (২০১৭-০৪-২১)। "Why is Khulafa Mosque's minaret on verge of collapse?"Al-Monitor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৭ 

বহিঃসংযোগ সম্পাদনা