আল্লামা হিল্লী
ইরাকি ইসলামী ধর্মবিদ ও পণ্ডিত (১২৫০-১৩২৫)
জামাল উদ্দীন আল-হাসান বিন ইউসুফ বিন ʿআলী বিন আল-মুনতাহার আল-হিল্লী[১] (আরবি: جمال الدين الحسن بن يوسف الحلي; ১৫ ডিসেম্বর ১২৫০ – ১৮ ডিসেম্বর ১৩২৫), যিনি আল্লামা হিল্লী (العلامة الحلي) নামে অধিক পরিচিত,[২] ছিলেন একজন ইরাকি শিয়া মুসলিম ধর্মতাত্ত্বিক ও মুজতাহিদ। তিনি তাঁর সময়কার অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় পণ্ডিত ছিলেন। তাঁর লিখিত কমপক্ষে একশো বইয়ের অস্তিত্ব পাওয়া গেছে যেগুলো আজও পাণ্ডুলিপি আকারে বিদ্যমান রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন] শেখ হুর আমিলী তাঁর আমাল আল-আমিল গ্রন্থে আল্লামা হিল্লীর অন্তত ৬৭টি রচনাকর্মের উল্লেখ করেছেন।[৩]
জামালুদ্দীন আল-হাসান বিন ইউসুফ আল-হিল্লী | |
---|---|
جمال الدين الحسن بن يوسف الحلي | |
উপাধি | আল্লামা |
অন্য নাম | জামাল উদ্দীন আল-হাসান বিন ইউসুফ বিন ʿআলী বিন আল-মুনতাহার আল-হিল্লী |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
মৃত্যু | ১৮ ডিসেম্বর ১৩২৫ | (বয়স ৭৫)
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ইরাকি |
আদি নিবাস | আল-হিল্লা, ইরাক |
পিতামাতা |
|
যুগ | ইসলামি স্বর্ণযুগ |
আখ্যা | শিয়া |
ব্যবহারশাস্ত্র | জাফরি |
ধর্মীয় মতবিশ্বাস | ইসনা আশারিয়া |
প্রধান আগ্রহ | কালাম, তাফসীর, হাদিস, রিজাল শাস্ত্র, ফিকহ, উসুল আল-ফিকহ |
উল্লেখযোগ্য কাজ | নহজুল হক ওয়া কশফুল সদক, তদরিকত আল-ফুকাহা, মিনহাজ আল-করামা, কশফ আল-ইয়াকিন, অন্যান্য |
অন্য নাম | জামাল উদ্দীন আল-হাসান বিন ইউসুফ বিন ʿআলী বিন আল-মুনতাহার আল-হিল্লী |
মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Encyclopedia Iranica, "ḤELLI, ḤASAN B. YUSOF B. MOṬAHHAR"
- ↑ Tehrani, Aga Buzurg, Tabaqat 'Alam il-Shi'ah, v.5 p.52 (Arabic)
- ↑ Encyclopaedia of Islam 1913-1936: E.J.Brill,s - E. J. Brill,
সূত্র
সম্পাদনা- Hilli, al-. (2006). Encyclopædia Britannica. Retrieved March 21, 2006, from Encyclopædia Britannica Premium Service [১]
- Tehrani, Aga Buzurg. (date unknown). Tabaqat 'Alam il-Shi'ah. Tehran: Ismailian Publishers. (Arabic
- Schmidkte, S. ḤELLI, ḤASAN B. YUSOF B. MOṬAHHAR. Encyclopædia Iranica (www.iranicaonline.org, accessed: 28.09.09)