আলেক্সিস শঁত্রেন

বেলজীয় ফুটবলার

জোসেফ দিউদোনে আলেক্সিস শঁত্রেন (ফরাসি: Alexis Chantraine; ১৬ মার্চ ১৯০১ – ২৪ এপ্রিল ১৯৮৭; আলেক্সিস শঁত্রেন নামে সুপরিচিত) একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। শঁত্রেন তার ১৮ বছরের খেলোয়াড়ি জীবনের পুরোটা সময় লিয়েজের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

আলেক্সিস শঁত্রেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জোসেফ দিউদোনে আলেক্সিস শঁত্রেন
জন্ম (১৯০১-০৩-১৬)১৬ মার্চ ১৯০১
জন্ম স্থান লিয়েজ, বেলজিয়াম
মৃত্যু ২৪ এপ্রিল ১৯৮৭(1987-04-24) (বয়স ৮৬)
মৃত্যুর স্থান লিয়েজ, বেলজিয়াম
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯১৯–১৯৩৭ লিয়েজ ৩৬৮ (৬)
মোট ৩৬৮ (৬)
পরিচালিত দল
১৯৪৬–১৯৪৭ লিয়েজ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯১৯–২০ মৌসুমে, বেলজীয় ক্লাব লিয়েজের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি ১৮ মৌসুম অতিবাহিত করেছিলেন; লিয়েজের হয়ে তিনি ৩৬৮ ম্যাচে ৬টি গোল করেছিলেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ১৯৪৬ সালে, শঁত্রেন বেলজীয় ফুটবল ক্লাব লিয়েজের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেছিলেন। লিয়েজের হয়ে মাত্র ১ মৌসুম ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

শঁত্রেন উরুগুয়েতে অনুষ্ঠিত ১৯৩০ ফিফা বিশ্বকাপের জন্য হেক্টর খুটিঙ্কের অধীনে ঘোষিত বেলজিয়াম দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন,[১][২] তবে উক্ত বিশ্বকাপে তিনি একটি ম্যাচেও অংশগ্রহণ করতে পারেননি।[৩]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

জোসেফ দিউদোনে আলেক্সিস শঁত্রেন ১৯০১ সালের ১৬ই মার্চ তারিখে বেলজিয়ামের লিয়েজে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৮৭ সালের ২৪শে এপ্রিল তারিখে, বেলজিয়ামের লিয়েজে তিনি মৃত্যুবরণ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Belgium - Squad World Cup 1930 Uruguay"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১ 
  2. "1930 FIFA World Cup Teams"FIFA। ১৪ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৮ 
  3. "Belgium - Appearances World Cup 1930"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা