আলী আহমেদ মোল্লা

মসজিদুল হারামের প্রধান মুয়াজ্জিন

আলী আব্দুর রহমান আহমেদ মোল্লা ( আরবি: على أحمد ملا ) হলেন সৌদি আরবের মক্কার মসজিদ আল হারামে প্রধান মুয়াজ্জিন এবং মুয়াজ্জিনদের শাইখ। আলী আহমেদ মোল্লা মসজিদ আল হারামের এযাবৎ কালের দীর্ঘতম সম​য় ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালনরত ব্যক্তি।এবং পারিবারিক ঐতিহ্য অনুসরন করে সুদীর্ঘ ৪৫ বছর ধরে নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করে আসছেন। তিনি মুসলিম বিশ্বজুড়ে ব্যাপকভাবে শ্রদ্ধাশীল এবং তাঁর আজানের রেকর্ডিং রেডিও, সিডি, টেপ বিশ্বজুড়ে মুসলিম এবং অমুসলিমদের কাছে ব্যাপক জনপ্রিয়​। তিনি পবিত্র মসজিদের মুয়াজ্জিন এ পরিচ​য় ছাড়াও তার আরও একটি পরিচ​য় তিনি একজন সফল ব্যবসায়ী। তিনি চারটি বিয়ে করেছেন এবং প্রত্যেক স্ত্রীর চারটি সন্তান আছে।।


আলী আহমেদ মোল্লা
على أحمد ملا‎‎
মুয়াজ্জিন - মসজিদ আল-হারাম
উপাধিবেলাল আল-হারাম[১]
ব্যক্তিগত তথ্য
জন্ম (1945-07-05) ৫ জুলাই ১৯৪৫ (বয়স ৭৮)
ধর্মইসলাম
জাতীয়তা সৌদি
ব্যবহারশাস্ত্রহাম্বলি
উল্লেখযোগ্য কাজসুদীর্ঘ ৪৫ বছর ধরে নিষ্ঠার সাথে মসজিদ আল হারামে মুয়াজ্জিনের দায়িত্ব পালন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. news, world today (২০২৩-০৪-০৪)। ""Bilal Al-Haram: A 45-Year-Old Muezzin of the Grand Mosque""World Today News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০