আলী আবদুল করিম

সিরিয় কূটনীতিক

আলী আবদুল করিম (আরবি: علي عبد الكريم) (জন্ম ১৯৫৩) একজন সিরীয় কূটনীতিক। তিনি লেবাননে সিরিয়ার প্রথম রাষ্ট্রদূত। এর আগে তিনি কুয়েতে রাষ্ট্রদূত এবং সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এবং সরকারী সিরীয় টেলিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে বিএ করেছেন।[১]

আলী আবদুল করিম
জন্ম
আরবি: علي عبد الكريم

১৯৫৩ (বয়স ৭০–৭১)
মাতৃশিক্ষায়তনদামেস্ক বিশ্ববিদ্যালয়
পেশাকূটনীতিক

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"। ২০০৯-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৪