আলি আবু ইশরাইন

সুদানী ফুটবলার

আলি আব্দুল্লাহ আবু ইশরাইন (আরবি: علي ابو اسرين, ইংরেজি: Ali Abu Eshrein; ৬ ডিসেম্বর ১৯৮৯; আলি আবু ইশরাইন নামে সুপরিচিত) হলেন একজন সুদানী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সুদানী ক্লাব আল হিলাল এবং সুদান জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

আলি আবু ইশরাইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলি আব্দুল্লাহ আবু ইশরাইন
জন্ম (1989-12-06) ৬ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
জন্ম স্থান সুদান
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল হিলাল
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১৬ আল নুসুর
২০১৬ আল আমির
২০১৭–২০২০ আল মিরিখ
২০১৭ আলামল আতবারা (ধার)
২০১৮ আল শুর্তাহ (ধার)
২০২০– আল হিলাল
জাতীয় দল
২০১৮– সুদান ২৪ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৪২, ৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪২, ৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৯–১০ মৌসুমে, সুদানী ক্লাব আল নুসুরের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আল নুসুরের হয়ে ৭ মৌসুম অতিবাহিত করার পর ২০১৬–১৭ মৌসুমে তিনি আল আমিরে যোগদান করেছেন। আল আমিরে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর আলামল আতবারা এবং আল শুর্তাহের হয়ে ধারে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি আল মিরিখ হতে সুদানী ক্লাব আল হিলালে যোগদান করেছেন।

আলি ২০১৯ সালে সুদানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুদানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আলি আব্দুল্লাহ আবু ইশরাইন ১৯৮৯ সালের ৬ই ডিসেম্বর তারিখে সুদানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, ২৯ বছর, ৮ মাস ও ৩০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আলি চাদের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সুদানের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৩] ম্যাচটি সুদান ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] সুদানের হয়ে অভিষেকের বছরে আলি সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
সুদান ২০১৯
২০২০
২০২১ ১২
সর্বমোট ২৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chad vs. Sudan - 5 September 2019"Soccerway। ৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  2. "Chad - Sudan, Sep 5, 2019 - World Cup qualification Africa - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  3. "Chad - Sudan 1:3 (WC Qualifiers Africa 2019-2021, 1. Round)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  4. Strack-Zimmermann, Benjamin (৫ সেপ্টেম্বর ২০১৯)। "Chad vs. Sudan (1:3)"National Football Teams। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা