আলিরাজপুর রাজ্য [২] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ১১ তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাবর এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো। রাজ্যটির সদর ও প্রশাসনিক দপ্তর ছিল আলিরাজপুর শহরে, যা বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের আলিরাজপুর জেলায় অবস্থিত। রাজ্যটি ২,১৬৫ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত এবং ১৯০১ খ্রিস্টাব্দে রাজ্যটির জনসংখ্যা ছিলো ৫০,১৮৫ জন৷ ঐ বছরই রাজ্যটির গড় রাজস্বের পরিমাণ ছিলো ১,০০,০০০ ভারতীয় মুদ্রা৷[৩]

আলিরাজপুর রাজ্য
अलीराजपुर
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৪৩৭–১৯৪৮
আলিরাজপুর রাজ্যের পতাকা
পতাকা
আলিরাজপুর রাজ্যের প্রতীক
প্রতীক

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত আলিরাজপুর রাজ্যের মানচিত্র
রাজধানীআলিরাজপুর
আয়তন 
• ১৯৪১
২,১৬৫.২৪ বর্গকিলোমিটার (৮৩৬.০০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯৪১
১,১২,৭৫৪
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৪৩৭
১৯৪৮
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশমধ্যপ্রদেশ,ভারত
[১]

ইতিহাস সম্পাদনা

আলিরাজপুর রাজ্যের প্রারম্ভিক ইতিহাস অস্পষ্ট হলেও ধারণা করা হয় আনন্দ দেও বা উদে দেও এই রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন৷ রাজ্যটির নাম এসেছে আলি দুর্গ এবং রাজধানী রাজপুরের নাম একত্রিত করে৷ আলিরাজপুরের শাসকরা নিজেদের যোধপুর রাজ পরিবারের বংশজ রাঠোর বলে দাবী করলেও যোধপুরের মহারাণা তা মান্যতা দিতে নারাজ৷ ১৮১৮ খ্রিস্টাব্দে রাজ্যটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷ [৪] আলিরাজপুরের শেষ রাজা সুরেন্দ্র সিং ছিলেন ১৯৮০ খ্রিস্টাব্দে ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত৷[৫] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই আলিরাজপুর রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৫০ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।

পূর্বতন রাজ্যটির পতাকায় ছিলো একান্ত এক বারটি লাল ও সাদা অনুভূমিক ডোরাকাটা দাগ৷ আবার রাজার ব্যক্তিগত ব্যবহারে পাঁচটি ভিন্ন ভিন্ন রঙ বিশিষ্ট পাতার ব্যবহার ছিলো৷[৬] 

শাসকবর্গ সম্পাদনা

আলিরাজপুর দেশীয় রাজ্যের শাসকগণ ছিলেন হিন্দু রাঠোর রাজপুত৷ ১৯১১ খ্রিস্টাব্দে তারা রাজা উপাধি পান৷ [৭]

রাণা সম্পাদনা

  • ১৪৩৭ - ১৪৪০ আনন্দ দেও
  • ১৪৪০ - .... প্রতাপ দেও
  • .... - .... চঞ্চল দেও
  • .... - .... গুগল দেও
  • .... - .... বচ্ছরাজ দেও
  • .... - .... দীপ দেও
  • .... - .... প্রথম পাহাড় দেও
  • .... - .... উদয় দেও
  • .... - ১৭৬৫ দ্বিতীয় পাহাড় দেও
  • ১৭৬৫ - ১৮১৮ প্রথম প্রতাপ সিং
  • ১৮১৮ মুশাফির মেকরান
  • ১৮১৮ - ১৭ মার্চ ১৮৬২ যশবন্ত সিং
  • ১৮১৮ - ১৮৩৯ মুশাফির মেকরান - ব্যবস্থাপক
  • ১৮৬২ - ১৮৬৯ গঙ্গ দেও
  • ১৮৬৯ - ২৯ অক্টোবর ১৮৮১ রূপ দেও
  • ১৮৬৯ - ১৮৭৩ মহম্মদ নজফ খান -অধীক্ষক
  • ১৮৮১ - ১৬ আগস্ট ১৮৯০ বিজয় সিং
  • ১৬ আগস্ত ১৮৯০ – ১৪ ফেব্রুয়ারি ১৮৯১ পদশূণ্য
  • ১৪ ফেব্রুয়ারি ১৮৯১ - ১৯১১ দ্বিতীয় প্রতাপ সিং

রাজা সম্পাদনা

  • ১৯১১ - ১৯৪১ দ্বিতীয় প্রতাপ সিং (৩ জুন ১৯৩৩ থেকে স্যার দ্বিতীয় প্রতাপ সিং)
  • ১৯৪১ - ২৩ অক্টোবর ১৯৪১ ফতে সিং
  • ২৩ অক্টোবর ১৯৪১ – ১৫ আগস্ট ১৯৪৭ সুরেন্দ্র সিং
  • ২৩ অক্টোবর ১৯৪১ – ১৫ আগস্ট ১৯৪৭ স্যার প্রতাপ সিং

তথ্যসূত্র সম্পাদনা

  1.   One or more of the preceding sentences একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনেচিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Alirajpur"। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। 
  2. Imperial Gazetteer of India, v. 21, p. 240.
  3. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V08_153.gif
  4. https://dsal.uchicago.edu/reference/gazetteer/text.html?objectid=DS405.1.I34_V05_231.gif
  5. "Alirajpur Princely State (11 gun salute)"। ১৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৪ 
  6. Princely States
  7. Rathore, Abhinay। "Ali Rajpur (Princely State)"। Rajput Provinces of India। ২২ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।