আলাপ:২০১৫ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৮ বছর পূর্বে "নিবন্ধটির শিরোনাম প্রসঙ্গে" অনুচ্ছেদে

নিবন্ধটির শিরোনাম প্রসঙ্গে সম্পাদনা

নিবন্ধটির শিরোনাম ২০১৫ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল হওয়াটাই অধিক যৌক্তিক বলে আমি মনে করি। যেহেতু একজন প্রশাসক এই নিবন্ধটির রচিয়তা; কাজেই পাতাটি সরানোর পূর্বে এখানে শিরোনাম প্রসঙ্গে আলাপের সূচনা করা হলো। - Ashiq Shawon (আলাপ) ০৮:৩৩, ২২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আশিক ভাই, এই টুর্ণামেন্টটির নামই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৫। এর সাথে ফুটবল যোগ করে অতিরিক্ত ভাবে দ্ব্যর্থতা নিরসন করার দরকার দেখছি না; যদিনা একই নামের আরেকটি টুর্ণামেন্ট থাকত যার ক্রীড়া বিষয় ভিন্ন হত। যেমনটি বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফুটবল টুর্ণামেন্টের ক্ষেত্রে করা হয়েছে। উইকিতে তখনই দ্ব্যর্থতা নিরসন করা হয়, যখন একই নামের একাধিক নিবন্ধ থাকে। দ্ব্যর্থতা নিরসন বেলায় সাধারণত যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি মূল নামে রেখে বাকিগুলির সাথে দ্ব্যর্থতা নিরসন বিষয় যোগ করা হয়। তাছাড়া নিবন্ধে একবার চোখ পড়া মাত্রই যে কেউ বুঝবে যে এটি কিসের নিবন্ধ। --আফতাব (আলাপ) ১৩:২৭, ২২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"২০১৫ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ" পাতায় ফেরত যান।