আলাপ:হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী

সাম্প্রতিক মন্তব্য: DeloarAkram কর্তৃক ১ বছর পূর্বে "পাতা স্থানান্তর" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প রাজশাহী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজশাহীর অংশ, যা উইকিপিডিয়ায় রাজশাহী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

পাতা স্থানান্তর সম্পাদনা

@Yahya ভাই! এই পাতাটি হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী এই নামে স্থানান্তর করতে পারছিনা। তবে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম এই পাতাটি পারলাম। এখানে ব্যপারখানা কী?? প্রথম পাতাটি স্থানান্তর করে দিয়েন। তাদের ওয়েবসাইট ও লোগো আমি যাচাই করে দেখেছি। আর পাতাটি বারবার কে যেন স্থানান্তর করছে। প্রটেকশন দিলেও পারেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:০৪, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram ওই পুনর্নির্দেশ পাতায় একাধিক ব্যক্তির সম্পাদনা থাকায় আপনি ওই নামে স্থানান্তর করতে পারছেন না। ওয়েবসাইট ও লোগোর নামে রাজশাহী শব্দ যুক্ত আছে? — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:২৬, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ইয়াহিয়া ভাই!
১) চিত্র:হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহীর লোগো (২০১৯).png
২) commons:File:Haji Muhammad Mohsin Gov High School.jpg
৩) ফেসবুকের এই ছবি দেখুন
আর দিলাম না!! এইটুকুই প্রমান হিসাবে থাকলো। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:৫০, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ধন্যবাদ। স্থানান্তর করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:২২, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya @DeloarAkram স্কুলটির নামের শেষে রাজশাহী যুক্ত নেই দেখুন:-
RX720 (আলাপ) ১৬:২৪, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 নামের শেষে রাজশাহী শব্দটা উল্লেখ না থাকলেও (যদিও আছে! কারন ওয়েবসাইটটা সম্পূর্ণ ইংরেজি) দ্ব্যর্থতা নিরসনে শেষে রাজশাহী ব্যবহার করতে হবে।
"হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী" পাতায় ফেরত যান।