আলাপ:হাজী উজবেক মসজিদ

সাম্প্রতিক মন্তব্য: মজুমদার সাহেব কর্তৃক ১ বছর পূর্বে "নিবন্ধের শিরোনামে হাজি/হাজী বানান বিষয়ে।" অনুচ্ছেদে

নিবন্ধের শিরোনামে হাজি/হাজী বানান বিষয়ে। সম্পাদনা

নিবন্ধ শিরোনামে Haji এর বাংলা হিসেবে হাজি লেখা হয়েছে। সচারচার বানানটি হাজী লেখা হয়ে থাকে। তাছাড়া চলতি ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২ এ নিবন্ধ তালিকায় দেখলাম হাজী লেখা হয়েছে। এক্ষেত্রে সঠিক বানানটি ঠিক করে যেকোনো এক জায়গায় পরিবর্তন করা উচিত বলে মনে করি। অন্যথায় নিবন্ধটি পুনঃতৈরী হবার সম্ভবনা থাকে। অভিজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় পদক্ষেপ আশা করছি। ধন্যবাদ। রুবেল শেখ (আলাপ) ১৬:০১, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@RUBEL SHAIKH: হাজী নামটি অধিক প্রচলিত হওয়ায় এই বানানে স্থানান্তর করলাম। @মজুমদার সাহেব: নিবন্ধ তালিকায় বানানটি হাজি নামে ছিল কিন্তু আপনি অন্য নামে তৈরি করেছেন, ফলে নিবন্ধটি অন্য কেউ পুনরায় তৈরির সম্ভাবনা থেকে যায়। যেমনটা তালিকায় এক বানান থাকা সত্ত্বেও আপনি নাহদলাতুল ওয়াথান বানানে তৈরি করেছেন, এবং এর পরেই অন্য ব্যবহারকারী নাহদলাতুল ওয়াসান নামে নিবন্ধটি তৈরি করেছে। নিবন্ধ তালিকায় বানানগত কোনো ভুল থাকলে বিষয়টি আগেই জানিয়ে দিবেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:২০, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মজুমদার সাহেব: আপনি আবেদীন মসজিদআবেদিন মসজিদ নিবন্ধ দুইটির ক্ষেত্রেও একই ভুল করেছেন। তালিকায় ছিল এক নামে, তৈরি করলেন অন্য নামে, আবার তালিকার নামে অন্য ব্যবহারকারী তৈরি করলো। পরবর্তীতে তালিকার বানানে কোনো সমস্যা থাকলে দয়া করে জানাবেন৷ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৩৮, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এমন আরো কিছু পাতা আছে। নিউ ফ্রাইডে মসজিদ কেউ নতুন জুম্মা মসজিদ বা নতুন শুক্রবারের মসজিদ, একক মসজিদ এর মূল ইংরেজি নামে তৈরী করে ফেলতে পারে। কয়েকটি পুর্ননির্দেশ করেছিলাম। কিন্তু কিছুক্ষেত্রে নিবন্ধ লেখার পর ভুলে গেছি। এগুলো সংশোধনে নামছি‌।-মজুমদার সাহেব (আলাপ) ১৮:০৭, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"হাজী উজবেক মসজিদ" পাতায় ফেরত যান।