আলাপ:স্বরসংগতি

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "স্বরসংগতি শিরোনামে স্থানান্তর" অনুচ্ছেদে

স্বরসংগতি শিরোনামে স্থানান্তর সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান প্রথম পত্র (মে ২০১৮, পৃষ্ঠা ৫১১, লাইন ৯ এবং ৫১২ পৃষ্ঠা, লাইন ১৬) অনুযায়ী "Chord" এর অনুবাদ হিসেবে এই পাতাটিকে "স্বরসংগতি" শিরোনামে স্থানান্তরের প্রস্তাব করছি। এবং পরবর্তিতে Triad (music) থেকে অনুবাদের জন্য লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের তালিকাভুক্ত হবে। — আদিভাইআলাপ০৫:২৩, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চঃ @আফতাবুজ্জামান: এই পাতাটি এখনও খুবই ছোট। এটি মুছে দিলে, এটিও এডিটাথনের তালিকাভুক্ত করা যায়। — আদিভাইআলাপ০৫:৪১, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৯, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"স্বরসংগতি" পাতায় ফেরত যান।