আলাপ:স্থানাংকিত আন্তর্জাতিক সময়

সাম্প্রতিক মন্তব্য: আজিজ কর্তৃক ৭ বছর পূর্বে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

বাংলাটা কী ঠিক সম্পাদনা

"স্থানাংকিত" এটা কী ঠিক বাংলা?? আর কোনো সহজ বাংলা করা যায় না? হায়রে সেই ১৯৭২ সাল থেকে নাকি এটা GMT কে replace করেছে! তাইলে আমরা পুরান টা পড়ি কেন! আমার তো জব্বার স্যারের লেখা সেই কথাটা মনে পড়ছে- ভালকান‌‌-পাঠ্যপুস্তকে আছে, মহাকাশে নেই! কী আর করা Munirhasan ১৬:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

Co-ordinated এখানে স্থানাংক অর্থে নয়, বরং সমন্বিত অর্থে ব্যবহৃত হয়েছে বলে মনে হয়। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:০৪, ২০ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তন সম্পাদনা

এই পাতাটির নাম পরিবর্তন করা উচিৎ। আমার মনে হয় এই পাতাটির নাম পরিবর্তন করে সার্বজনীন সমন্বিত সময় বা বৈশ্বিক সমন্বিত সময় অথবা এর চাইতেও ভালো কনো নামও দেওয়া যেতে পারে। পরমাণু আলাপ ১০:১৭, ২৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"স্থানাংকিত আন্তর্জাতিক সময়" পাতায় ফেরত যান।