আলাপ:স্ক্যাবিস

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৬ বছর পূর্বে "বৈজ্ঞানিক তথ্যগত ভুল ও তথ্যসূত্র সংলগ্ন" অনুচ্ছেদে

বৈজ্ঞানিক তথ্যগত ভুল ও তথ্যসূত্র সংলগ্ন সম্পাদনা

একজন ডাক্তার হিসেবে,আমার জানামতে,এখানে কিছু ভুল আছে।

প্রথমত,চুলকানি হল ‘লক্ষণ ও উপসর্গ ‘ (Sign and symptom),কোন রোগবিশেষ নয়।সে হিসেবে,এর সংযোগকারী পেজকে অপসারণ করা জরুরি। দ্বিতীয়ত,স্ক্যাবিস রোগটির চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন।এখানে উল্লেখিত চিকিৎসা সংগতময় না। এরপর,কোন অনলাইন পোর্টালকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা যায় কি না,আমার জানা নেই।

আশা করি সংশ্লিষ্ট কেউ যথাযথ ব্যবস্থা নিবেন।— Chhondo (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Chhondo: আপনি প্রয়োজনীয় সংশোধন করে দিন। আপনি ডাক্তার হিসেবে সাধারণের থেকে ভালো বুঝবেন কি কি লেখা দরকার। --আফতাব (আলাপ) ১৪:২৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
"স্ক্যাবিস" পাতায় ফেরত যান।