সুরজিৎ পাতার থেকে সুরজিৎ পাতর নামে স্থানান্তর করার ভিত্তি কি? সম্পাদনা

@NahidSultan: @Aftabuzzaman: @Wikitanvir: @Ashiq Shawon: @আজিজ:
সুধী,
সুরজিৎ পাতার নামে নিবন্ধটি অনুবাদ করেছিলাম। নামটির ভিত্তি এটি এবং এটি। আজিজ একইদিনে মূল নিবন্ধটির নাম এবং এখানেও নামটি পরিবর্তন করে। কোন ভিত্তি না থাকলে নিবন্ধটি সুরজিৎ পাতার নামে ফিরিয়ে আনতে অনুরোধ করছি। - ধন্যবাদান্তেঃ Sumita Roy Dutta (আলাপ) ১১:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় Sumita Roy Dutta,
আপনার অভিযোগ আমলে নিয়ে উক্ত সম্পাদককে তা জানানো হয়েছে এবং নিবন্ধটি পুনরায় আপনার চাহিদা অনুসারে পুনরাবর্তন করে দেয়া হয়েছে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১১:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ Ashiq Shawon । বারংবার অপ্রয়োজনে ও ভিত্তিহীনভাবে একাধিক নিবন্ধের স্থানান্তর,সময়ের অপচয় ও দুঃখজনক, আশা করি প্রশাসকগণ সংশ্লিষ্ট সম্পাদককে এই ব্যাপারে সতর্ক করবেন। ধন্যবাদ আবার।
Sumita Roy Dutta (আলাপ) ১০:১৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan:

@Aftabuzzaman: @Wikitanvir: @Ashiq Shawon: @Sumita Roy Dutta:
আমি প্রথমেই এজন্য ক্ষমা চাইব কারণ, আমি উইকির বহু সময় নষ্ট করেছি নিবন্ধ স্থানান্তর করে। "পাতার" বানানটা "পাতর" করেছিলাম কিসের ভিত্তিতে, তা চানতে চাওয়া হয়েছিল; আমি আসলে মূল পাঞ্জাবি উচ্চারণ দেখেই তা করেছিলাম। আমি আসলে উইকিতে নামকরণ ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। मुम्बई যদি মুম্বাই না হয়ে মুম্বই হয় "ਪਾਤਰ" (পা+ত+র) কেন পাতর না হয়ে "পাতার" হবে? এটা কিসের ভিত্তিতে হল? এই জিনিসটা আমাকে পরিষ্কার বুঝিয়ে দিলে আমার ও উইকিরও বোধ হয় উপকার হতো। ধন্যবাদ সবাইকে!! পরমাণু আলাপ ১৮:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এই নামটি এবং অন্যান্য নামের জন্য উইকিপিডিয়ার আলোচনা সভায় “ভারতের বিভিন্ন রাজ্যের কৃতি ব্যক্তির নামের বানান” সংক্রান্ত একটি আলোচনার সূচনা করা হয়েছে; যা এই লিংকে গেলে পাওয়া যাবে - সেখানে বিস্তারিত আলোচনার অনুরোধ রইলো। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ২০:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"সুরজিৎ পাতর" পাতায় ফেরত যান।