আলাপ:সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই/ভালো নিবন্ধ ১

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: MdsShakil (আলাপ · অবদান) ১৫:৫৪, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন


প্রাথমিক পর্যালোচনা

সম্পাদনা

@FaysaLBinDaruL নিবন্ধটি আমি পর্যালোচনা করছি। প্রাথমিকভাবে কিছু বিষয় সংশোধনের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে,

  • শীর্ষের ১৬৫০ সালের কবি দ্বিজ কানাই রচিত মহুয়া পালা হতে উৎপাদিত, প্রভাবিত এবং কালের পরিক্রমায় স্থানীয় বাউলদের যোগ করা ছত্রে সমৃদ্ধ বাক্যে উৎপাদিত'র পরিবর্তে ভিন্ন কোনো শব্দ ব্যবহার
  • গীত উৎস অনুচ্ছেদে উল্লেখযোগ্যঃ, অন্তর্গতঃ বা প্রভাবিতঃ শব্দে বিসর্গ ব্যবহার প্রয়োজনীয় নয় বলে আমার আভিমত। বর্ণ হিসেবে এখানে বিসর্গ ব্যবহার হচ্ছে না
  • আমাদের গান সংস্করণ অনুচ্ছেদ হালনাগাদ প্রয়োজন, তাদের ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাচ্ছে

সংশোধন শেষ হলে আমাকে জানাতে ভুলবেন না :) —শাকিল (আলাপ · অবদান) ১৫:৫৩, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil প্রাথমিক পর্যালোচনার জন্য ধন্যবাদ।
  • শীর্ষের বাক্যে উতপাদিত-এর পরিবর্তিতে 'আংশিক গৃহীত' ব্যবহার করা যায়।
  • গীত উৎস অনুচ্ছেদে বিসর্গ বাদ দিয়ে বাক্য সমাপ্তির জন্য কোলন ':' দিয়ে প্রতিস্থাপন   করা হয়েছে
  • আমাদের গান সংস্করণের অনুচ্ছেদ হালনাগাদ   করা হয়েছে
আরও পুনরায় পর্যালোচনা বা পরামর্শের জন্য দেখার অনুরোধ থাকলো। ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৩৭, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL সংশোধনের জন্য ধন্যবাদ, নিবন্ধটি ভালো নিবন্ধ হিসাবে উত্তীর্ণ হয়েছে। অনুগ্রহ করে প্রধান পাতার জন্য সূচনাংশ দিন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:১৬, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা

সম্পাদনা
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):  
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):  
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):  
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):  
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

নিবন্ধটি সুলিখিত ও তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্র দ্বারা যাচাইযোগ্য। তাই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে  উত্তীর্ণ করা হল। —শাকিল (আলাপ · অবদান) ১৭:১৪, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil অনেক অনেক ধন্যবাদ। প্রথম পাতার সারাংশ যুক্ত করা হচ্ছে।~ Φαϊσάλ (২০২৪) ১৭:২২, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সূচনাংশ

সম্পাদনা

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই একটি প্রচলিত কীর্তন। এটি যুবতী রাধা আর কৃষ্ণের প্রথম দর্শনের অনুভূতি সম্পর্কিত গীতি। রাধাকৃষ্ণ'র কীর্তি প্রধান, এই লোকসঙ্গীতের কথা, ১৬৫০ সালের কবি দ্বিজ কানাই রচিত মহুয়া পালা হতে আংশিক গৃহীত, প্রভাবিত এবং কালের পরিক্রমায় স্থানীয় বাউলদের যোগ করা ছত্রে সমৃদ্ধ। গানের কথাগুলি ভগ্নাংশ অথবা সম্পূর্ণরূপে বাউলদের ব্যক্তিগত পান্ডুলিপি, লোকসাহিত্যের বিভিন্ন আনুষ্ঠানিক সংগ্রহ ও সংকলনে পালাগান, পল্লীগীতি, গ্রাম্য ছড়া ও ঝাঁপান গান আকারে প্রকাশিত হয়েছে। গানটির বর্তমান প্রচলিত গীতিরূপ মূলত উল্লিখিত লৌকিক সাহিত্য উপাদানের যৌগিক মিশ্রণ। বাংলার বাউলদের কন্ঠে নিয়মিত পরিবেশিত কীর্তনটির বিভিন্ন সময় একক অথবা সঙ্গীতদল কর্তৃক অনুষ্ঠানিক সঙ্গীতায়োজন, পরিবেশন ও প্রকাশ হয়েছে। গানটি মেধাস্বত্ব বিতর্কের জন্য আলোচিত। (বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৬১ - ~ Φαϊσάλ (২০২৪) ১৭:৩৭, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।