আলাপ:সয়ূজ টিএম-৩০

সাম্প্রতিক মন্তব্য: অজয় দাশ কর্তৃক ৮ বছর পূর্বে "Untitled" অনুচ্ছেদে

Untitled

ইংরেজী শব্দের বাংলা করে দিন, যেমন- ডকিং -- অ্যারেটির -- প্যানোরামা -- হ্যাচ--মড্যুলের ।

এছাড়া কয়েক্টি অনুচ্ছেদের ক্ষেত্রে যান্ত্রিক অনুবাদ দেখা গেছে এবং সঠিক শব্দার্থ করে হয়নি। যেমন-- পুনঃপালিশ-- রকেটবন্দর ।

পুরোটা পড়লেই আশা করি অসঙ্গতি গুলো বুঝতে পারবেন।ধন্যবাদ

আহমেদ (আলাপ)

ডকিং -- অ্যারেটির -- প্যানোরামা -- হ্যাচ এর বাংলা করা হয়েছে।

আন-ডক,মড্যুলের এক শব্দের কোনো বাংলা খুজে পায়নি।

যেহেতু এটি technology related তাই এগুলো জোর করে বাংলা করলে অর্থ পালটে যেতে পারে। তাই এতটুকুই করা হলো। ধন্যবাদ।

অজয় দাশ (আলাপ) ১৩:৪০, ১০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"সয়ূজ টিএম-৩০" পাতায় ফেরত যান।