আলাপ:সবিতা ভাবী

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৯ বছর পূর্বে "উল্লেখযোগত্য" অনুচ্ছেদে

দ্রুত অপসারণ সম্পাদনা

এই নিবন্ধটি (ক) অপ্রয়োজনীয়, (খ) একটি সাধারণ বিশ্বকোষে স্থান পাওয়ার অনুপযুক্ত, (গ) বিষয়টির ঐতিহাসিক, সাহিত্যিক বা সাংস্কৃতিক মূল্য শূন্য বা ঋণাত্মক, (ঘ) সম্পূর্ণরূপে গুরুত্বহীন ও তুচ্ছ যাকে উইপিকপিডিয়ার ভাষায় বলা যায় Trivia, (ঙ) এটি আদৌ জ্ঞানমূলক নয় এবং (চ) এর সপক্ষে দলিল তৈরী করার (documentation) আবশ্যকতা নেই। এই সব কারণে এটি দ্রুত অপসারণযোগ্য। কেননা এটি রাখা হলে অবদানকারীদের মনে ধারণা জন্মাতে পারে যে উইকিপিডিয়া "ফালতু" বিষয়ের আধার যা আদৌ কাম্য নয়। অবদানকারীদের "উপযুক্ত বিষয়" ও "আবর্জ্জনা" সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, নয় কি? —

উল্লেখযোগ্যাতা প্রসঙ্গে ইংরেজি উইকির এই আলাপ পাতাটি পড়ে দেখতে পারেন। --মহীন রীয়াদ (আলাপ) ০৮:২৯, ৩১ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগত্য সম্পাদনা

ওপরের অনুচ্ছেদে ৬টি প্রশ্র উত্থাপন করা হয়েছে। উইকিপিডিয়ায় স্থান পেতে হলে এই প্রশ্নগুলোর উত্তর এড়ানো যাবে না। অনুগ্রহপূর্বক প্রশ্নগুলো বিবেচনা করুন। — Faizul Latif Chowdhury (আলাপ) ০২:২৩, ৯ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

"সবিতা ভাবী" পাতায় ফেরত যান।