আলাপ:সত্তা (চলচ্চিত্র)

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৪ বছর পূর্বে "রচনা শৈলী উন্নয়ন" অনুচ্ছেদে

পর্যালোচনা / রিভিউ সম্পাদনা

ওয়াকিম ভাই, আমি নিবন্ধে রিভিউ অনুচ্ছেদ লিখতে তেমন সুবিদা পাইনা। দয়াকরে আপনি যদি একটু কষ্ট করে রিভিউটা লিখে দিতেন? (যদি উল্লেখযোগ্য কোন রিভিউ পান; তবে আমার কাছে দুইটা আছে এইটা হলো ১; এইটা হলো ২ নাম্বারটা) নবাব (আলাপ) ০৯:৪৭, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@নবাব:, আচ্ছা। আমি সময় করে লিখে দেব।--ওয়াকিম (আলাপ) ১০:১৮, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ওয়াকিম ভাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনই উল্লেখ করা কি ঠিক হবে? কারণ এটি মাত্র ঘোষণা হলো, এখনও প্রদান করা হয় নি? (!) নবাব (আলাপ) ১৭:১৭, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

রচনা শৈলী উন্নয়ন সম্পাদনা

এই নিবন্ধটি বেশ তথ্য সমৃদ্ধ, Article টা তৈরীর পর ২৩০০ বারের বেশী দেখা হয়েছে। এটা শাকিব খানের ফ্যান(including me!) দের জন্য বেশ জনপ্রিয় সিনেমার নিবন্ধ। নিবন্ধের তথ্যগুলি পাঠকদের কাছে আরো ভাল ভাবে উপস্থাপনের জন্য বেশ কয়েকটি জায়গায় রচনাশৈলী আরো উন্নত করা যেতে পারে-

  • 'এটি' শব্দটি বারবার ব্যবহার না করে বাক্য গুলি আরো সরল করা যেতে পারে।
  • চলচ্চিত্রটির কাহিনী'র কোন তথ্যসুত্র নেই, তবে তা গল্পসুত্র হিসেবে উল্লেখ করা যেতে পারে অথবা নিবন্ধের সারমর্মে উল্লেখ করা যেতে পারে। (ইতোমধ্যে গল্পসুত্রটি তথ্যসুত্র সহ বর্ধিত করা হয়েছে।)
  • চিত্রগ্রহণ অনুচ্ছেদে 'লট' শব্দটা ব্যবহার করা হয়েছে, যা একটি ইংরেজী শব্দ। লট-এর পরিবর্তে 'ধাপ' বা 'পর্যায়'-এর মত ভাল বাংলা শব্দ ব্যবহার করা যেতে পারে।
  • 'এফডিসি'র পরিবর্তে বিএফডিসি লিখে 'বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন' নিবন্ধের সাথে ট্যাগ করে দেয়া যেতে পারে।
  • প্রযোজনা অনুচ্ছেদে অভিনয় শিল্পী নির্বাচন উপ অনুচ্ছেদ চিত্রগ্রহণের পরে দেয়া হয়েছে, চলচ্চিত্রনির্মাণ নিবন্ধে বর্ণীত ধাপ অনুসরণ করে 'অভিনয় শিল্পী নির্বাচন' চিত্রগ্রহণের পরে দেয়া যেতে পারে। কারণ কলাকুশলী নির্বাচনের পরেই চিত্রগ্রহণ করা হয়।
  • সঙ্গীত অনুচ্ছেদে গান গুলির অবমুক্তি নিয়ে পৃথক উপ অনুচ্ছেদ করা যেতে পারে।
  • চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর তথ্যগুলি "বাজারজাতকারণ ও মুক্তি" অনুচ্ছেদে 'উৎসবে প্রদর্শণ' দিয়ে সন্নিবেশ করা যেতে পারে।
  • পুরস্কার ও সম্মাননা অনুচ্ছেদে ডেইলী স্টার ও এবিসি রেডিও'র তথ্যগুলিত বুলেটকৃত তালিকা আকারে দেয়া যেতে পারে।

উপরের পরামর্শ এই সম্পাদনায় প্রয়োগ করা হয়েছিল। পরামর্শগুলি যাচাইয়ের জন্য জনাব আফতাবুজ্জামান(আলাপ)-কে অনুরোধ করছি।City of Zion (আলাপ) ০৯:৩৪, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সুধী, ওয়াকিম (আলাপ) আপনাকেও সময় করে উপরের পরামর্শ গুলি যাচাই করে দেখার অনুরোধ করছি। City of Zion (আলাপ) ১১:৫৮, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@FaysaLBinDaruL:, কিছু সংশোধনী আনা হল। গল্প সূত্রে তথ্যসূত্রের দরকার নেই। পুরো গল্পটা সরলরৈখিকভাবে কোন স্পয়লার না দিয়ে লিখতে পারলে ভালো হয়। প্রযোজনা পরিচ্ছেদকে নির্মাণ নামে পরিবর্তন করা হল, এবং সেখানে দুটি উপ-পরিচ্ছেদে তথা অভিনয়শিল্পী নির্বাচন ও চিত্রগ্রহণ ভাগ করা হল। চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী এবং গানগুলো বিভিন্ন তালিকায় স্থান করে নেওয়া পুরস্কার বা সম্মাননা নয়। চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী মুক্তি পরিচ্ছেদে এবং গানের বিভিন্ন তালিকায় স্থান করে নেওয়া সঙ্গীত পরিচ্ছেদে রাখা হল।--ওয়াকিম (আলাপ) ১৮:১৩, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM:, আপনাকে নিবন্ধটির মানোন্নয়ন করার জন্য ধন্যবাদ। গল্পসূত্র বর্ধিত করার সময় স্পয়লার হয় এমন কিছু আগেই বাদ দেয়া হয়েছে। আমি এখনো 'লট' শব্দের বদলে অধিকতর ভাল বাংল শব্দ ব্যবহারের পক্ষে। হাজার হোক এটা বাংলা উইকি! :) এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি। City of Zion (আলাপ) ১৮:৩৬, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"সত্তা (চলচ্চিত্র)" পাতায় ফেরত যান।