আলাপ:রবি (দ্ব্যর্থতা নিরসন)

সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ৫ বছর পূর্বে "পাতা স্থানান্তরের অনুরোধ" অনুচ্ছেদে

পাতা স্থানান্তরের অনুরোধ সম্পাদনা

 
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

সচরাচর রবি দিয়ে রবি (মোবাইল ফোন কোম্পানি)-কে বোঝানো হয়। কিন্তু বর্তমানে রবি পাতাটি সূর্য পাতায় পুনর্নির্দেশিত হয়। যে কারণে অনেক নিবন্ধ রবি পাতায় ভুলবভাবে সংযুক্ত আছে। এ ব্যাপারে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি। - -- আদিব (আলাপ) ১০:৪৪, ৩০ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া একটি বিশ্বকোষ; এখানকার লিখা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকাদের জন্য প্রযোজ্য হবে, কেবল বাংলাদেশীদের জন্য নয়। "রবি" দ্বারা সাধারণ অর্থে সূর্যকেই বুঝানো হয়; এরপরই বুঝানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে - মোবাইল কোম্পানিকে নয়। উদাহরণ স্বরূপ, ভারতে বসবাসকারীরা রবি বলতে সূর্যকে বুঝবেন বা রবি ঠাকুরকে; তারা হয়তো রবি মোবাইল কোম্পানির নামই জানেন না। - Ashiq Shawon (আলাপ) ১১:২৩, ২ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"রবি (দ্ব্যর্থতা নিরসন)" পাতায় ফেরত যান।