আলাপ:মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়

সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ৭ বছর পূর্বে "নাম স্থান্তর প্রসঙ্গে" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান ক, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ক-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

ভুল সম্পাদনা

এই নিবন্ধে ভুল করে আমি শ্রেণিসমূহে ৬ষ্ট থেকে দশম দিয়েছি।সঠিক হল শিশু থেকে দশম এটি সঠিক করে দেয়ার জন্য আবেদন করছি প্রশাসকের নিকটে।--116.58.205.171 (আলাপ) ০৪:৫৯, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  ঠিক করা হয়েছে --আফতাব (আলাপ) ১৭:৫৯, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নাম স্থান্তর প্রসঙ্গে সম্পাদনা

@Bodhisattwa:: বোধিসত্ত্ব দা, আমি বুঝলাম না কেন আপনি আমার নাম স্থান্তর বাতিল করলেন। মংলা বানানটা আগে ব্যবহার হলে কিছু দিন আগে সরকার নির্দেশনায় মংলা বানান ভুল হিসেবে বর্ণনা করা হয়েছে। তা বাতিল করার কারণ কি?- Sethtalk ১৫:৩৭, ৮ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Seth R:, স্কুলের লোগোতে যে বানান রয়েছে, সেই বানানে স্থানান্তর করেছিলাম। নিবন্ধেও মংলা বানানটিই ছিল। যাই হোক, যদি মোংলা বানানটি সঠিক হয়, তবে আবার স্থানান্তর করে দিন। আর নিবন্ধের সব বানানগুলোই সংশোধন করে নিন। এবং অবশ্যই লোগোটি সরিয়ে নিন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৪৪, ৮ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
@Bodhisattwa:: বোধিসত্ত্ব দা,,,লোগো টি পুরানো কিছু দিন আগে বানান সংশোধন হয়েছে তাই নতুন বানানের লোগো নাই থাকলে আমি আপডেট দিতাম। লোগোটা আপাতত থাকলে কি সমস্যা হবে?? নতুন লোগো কয়েক মাসের মধ্যে পাবে,,পাওয়ার সাথে সাথে আপডেট দিব। Sethtalk ১৫:৫৮, ৮ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
@Seth R:, আচ্ছা। কোন সমস্যা নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৫৯, ৮ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়" পাতায় ফেরত যান।