আলাপ:মুহুরী প্রজেক্ট

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৯ বছর পূর্বে "পাতার শিরোনাম" অনুচ্ছেদে

পাতার শিরোনাম সম্পাদনা

প্ৰকল্প শব্দটি প্ৰজেক্ট শব্দটির বাংলা হলেও জায়গাটি মুহুরি প্ৰজেক্ট নামেই পরিচিত। জায়গাটি যে নামে পরিচিত সে নামেই পাতার শিরোনাম ব্যবহার করাটাই কি শ্ৰেয় নয়? নাকি কোন জায়গার নাম অনুবাদ করা উচিত? Kishorsopnoneel (আলাপ) ০১:১৪, ২৯ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

@Kishorsopnoneel:এই প্রকল্পের সরকারী বাংলা নাম কি তা বলতে পারবো না, তবে এই চিত্রটি দেখেন যেটি প্রকল্পের আশে-পাশের কোন এক জায়গা থেকে তোলা হয়েছে সেখানে মুহুরী সেচ প্রকল্প লেখা আছে। তবে এটি সরকারীভাবে বাংলা নামে যদি মুহুরী প্রজেক্ট হয়/নামে ডাকা হয়ে থাকে, তাহলে নাম পরিবর্তন করতে আমার কোন আপত্তি নেই। --আফতাব (আলাপ) ০১:২৮, ২৯ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
হুম। সেক্ষেত্ৰে আপনি পাতার শিরোনাম "মুহুরী সেচ প্রকল্প" দিতে পারেন। ১৯৭৭-৭৮ সালে এখানে সেচ প্ৰকল্প নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে এখানে "বায়ূ বিদ্যুত্‍ প্ৰকল্প" নির্মাণ করা হয়।তাই দুটি প্ৰকল্পের জন্য আলাদা পাতা তৈরি না করে একই পাতার অনুচ্ছেদ রূপে প্ৰকল্প দুটির কথা উল্লেখ করেছি। কারণ দুটি প্ৰকল্পই একই স্থানে অবস্থিত এবং জায়গাটি মুহুরি প্ৰজেক্ট নামেই লোকমুখে অধিক পরিচিত। -- Kishorsopnoneel (আলাপ) ০২:৫৮, ২৯ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
সেচ ও বায়ু প্রকল্পের জন্য দুটি নিবন্ধ না করে একটি নিবন্ধে দুটির কথা উল্লেখ করেছেন তা একদম ঠিক করেছেন। আর যেহেতু এই মুহুর্তে বাংলায় কোন সরকারি ফাইল পাচ্ছি না ও লোকমুখে প্ৰজেক্ট নামে অধিক পরিচিত যেহেতু আমি প্ৰজেক্ট নামে স্থানান্তর করে দিচ্ছি। আমার অনুরোধ থাকবে এই যে, যদি কখনো বাংলায় সরকারি ফাইল পাওয়া যায়, তাহলে সেই অনুযায়ী নিবন্ধের নাম পরিবর্তন করার। --আফতাব (আলাপ) ১৩:১৯, ২৯ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"মুহুরী প্রজেক্ট" পাতায় ফেরত যান।