আলাপ:মুর উপজাতি

সাম্প্রতিক মন্তব্য: রিজওয়ান আহমেদ কর্তৃক ২ বছর পূর্বে "সংশোধন দরকার" অনুচ্ছেদে

সংশোধন দরকার সম্পাদনা

@রিজওয়ান আহমেদ: আপনি আমাকে এটা দেখে দিতে বলেছেন। এই আলাপে হয়েছিলেন → হন, হয়েছিল → হয় নিয়ে যে কথাটি বলেছি, এখানেও একই কথা বলছি। যেমন: "নামটি পরে আরব এবং আরবীয় আইবেরিয়ানদের জন্যও প্রয়োগ করা হয়েছিল" সংশোধন করে "হয়" লিখুন। "১৯১১ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পর্যবেক্ষণ করেছে যে" সংশোধন করে "করে" লিখুন। ইত্যাদি।

একদম শুরুর লাইনে "মুসলিম বাসিন্দাদের মনোনীত করার জন্য খ্রিস্টান ইউরোপীয়রা প্রথম ব্যবহৃত একটি বহিঃপ্রকাশ"-কে "মুসলিম বাসিন্দাদের নির্দেশ বা চিহ্নিত করার জন্য খ্রিস্টান ইউরোপীয়দের দ্বারা প্রথম ব্যবহৃত একটি বহিঃপ্রকাশ" লিখুন।

আইবেরিয়ান-কে "আইবেরীয়" লিখুন।

সংশোধন করে আমাকে জানাবেন। আমি আবার দেখে দিব। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৬, ১৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান ঠিক আছে।ধন্যবাদ। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৫:৫০, ১৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"মুর উপজাতি" পাতায় ফেরত যান।