আলাপ:মুম্বই
এই পাতাটি মুম্বই নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
মুম্বই নিবন্ধটি ভূগোল এবং স্থান ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়েছিল; কিন্তু সে সময়ে এটি ভালো নিবন্ধের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করতে পারে নি। নিচে নিবন্ধটির উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ থাকতে পারে। এসব সমস্যা নিরসন হলে নিবন্ধটি পুনঃমনোয়ন করা যেতে পারে। সম্পাদক যদি মনে করেন যে নিবন্ধটি সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তবে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন। | ||||
|
মুম্বই ভূগোল বিষয়ে একটি ৩য় স্তরের আবশ্যকীয় নিবন্ধ হিসাবে তালিকাভুক্ত হয়েছে। যদি আপনি এটিকে আরও উন্নত করতে পারেন, দয়া করে করুন। এই নিবন্ধটি প্রভা-শ্রেণীর নিবন্ধ হিসাবে মূল্যায়িত হয়েছে। |
উইকিপ্রকল্প ভূগোল | (মূল্যায়ন - মান প্রভা, গুরুত্ব উচ্চ) | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
তথ্যছক
সম্পাদনাI have inserted an infobox, with many dictionary-translated phrases such as Municipal Commissioner - but I'm sure they are not the same in Bangla - could someone please check? --চিনাৎসু ১০:৪৬, ২ নভেম্বর ২০০৬ (ইউটিসি)
মুম্বই, মুম্বাই
সম্পাদনামুম্বাই স্থাননামটির প্রকৃত বানান মুম্বই। হিন্দি এবং মরাঠিতে বানানটি লিখিত হয় मुंबई। তাই মনে হয় শিরোনামটি পরিবর্তিত করা উচিত।--ভার্গব চৌধুরী ০৫:১৬, ২৯ মার্চ ২০০৯ (ইউটিসি)
উইকিপিডিয়াতে প্রচলিত বানানটিই ব্যবহৃত হয়। উইকিপিডিয়া সাধারণ মানুষের তৈরি সাধারণ মানুষের বিশ্বকোষ, এখানে কোন বিষয় সে নামেই থাকবে যা সাধারণের কাছে সর্বাধিক পরিচিত এবং প্রচলিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৯, ২৯ মার্চ ২০০৯ (ইউটিসি)
বেলায়েত যুক্তিটা ঠিকমত দেন নি। "সাধারণ মানুষ", "সাধারণের সর্বাধিক পরিচিত" এগুলি নির্ভরযোগ্য বিশ্বকোষ রচনার ভিত্তি নয়। উইকিপিডিয়া উন্মুক্ত বিশ্বকোষ, এখানে যে কেউ নিয়ম মেনে অবদান রাখতে পারে, সাধারণ বা অসাধারণ যেই হোক না কেন। আসল কথা হল, বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণের ব্যবহারে নীতি থাকতে হবে, এবং সেই অনুসারে বানান হবে। মুম্বাই এবং মুম্বই দুটো বানানই বেশ প্রচলিত। বাংলাদেশে মুম্বাই বানান বেশি প্রচলিত। পশ্চিমবঙ্গে মনে হয় মুম্বই বেশি প্রচলিত। নিবন্ধে দুটো বানানই শুরুতে উল্লেখ থাকতে হবে। তবে যেকোন একটা দিয়ে পুরো নিবন্ধ লিখতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:৩৪, ৩০ মার্চ ২০০৯ (ইউটিসি)
দুইটি বানানই যদি প্রচলিত হয়ে থাকে, তাহলে বর্তমানে যে বানানে আছে, তা থেকে সরানোর প্রয়োজন নেই। নিবন্ধের শুরুতে দুইটি বানান উল্লেখ করে দেয়া চলে। সার্চ করে দেখলাম, বিবিসি ও অন্যান্য গণমাধ্যমে দুইটা বানানই ঘুরেফিরে ব্যবহার করা হয়। --রাগিব (আলাপ | অবদান) ১৮:২৮, ৩০ মার্চ ২০০৯ (ইউটিসি)
- মুম্বই/মুম্বাই নাম বিতর্ক যখন ওঠে তখন আমি উইকিপিডিয়া অ্যাকটিভ ছিলাম না। তাই বিষয়টি আমার চোখ এড়িয়ে যায়। যাই হোক, আমি মনে করি নিবন্ধের শিরোনাম মুম্বই হওয়া উচিত, মুম্বাই নয়। কারণ, প্রথমত, এটি উইকিপিডিয়ার প্রতিবর্ণীকরণ নীতির পরিপন্থী। দ্বিতীয়ত, ভারতের কোনো প্রধান গণমাধ্যম বা নির্ভরযোগ্য প্রকাশনায় মুম্বাই বানানটির প্রামাণিকতা নেই। (উইকিপিডিয়া ভারত সংক্রান্ত কোনো নিবন্ধে ভারতের বানানশৈলী ব্যবহার করা হবে, এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মনে পড়ছে)। তৃতীয়ত, মহারাষ্ট্রে মুম্বই নামটি বেশ স্পর্শকাতর। মহারাষ্ট্রের রাজধানীর নাম বিকৃত করা মারাঠিদের কাছে তাদের ভাষার অপমান করার সামিল। এ নিয়ে রাজনীতি, বিবাদ-বিতর্ক, গুন্ডামি এমনকি রক্তারক্তি পর্যন্ত হয়। তাই আমার মনে হয়, মুম্বাই শিরোনাম ব্যবহার করলে বাংলা উইকিপিডিয়া অহেতুক বিতর্কে জড়াবে। দরকার কি? মুম্বই নামটা ভারতে অধিক প্রচলিত। আর শিরোনাম বদলের প্রক্রিয়াটিও জটিল নয়। পালটে দেওয়াই ভাল। --অর্ণব দত্ত (talk) ১০:৩০, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
ব্যাপারটি নিঃসন্দেহে প্রশাসনিক, তাই আমার মতে ভারতের সরকারি বানান ও উচ্চারণকেই প্রাধান্য দেওয়া উচিৎ। ভারতে ব্যাপারে বাংলাদেশের প্রচলনকে প্রাধান্য দেওয়া অনুচিত বলে মনে করি। তাছাড়া আন্তর্জাতিক হওয়ায় কোনো দেশকেই প্রাধান্য দেওয়া উচিৎ নয়। সবসময় সবচেয়ে সঠিকটা আসুক, এই চাওয়া, ভুলটা, কিন্তু প্রচলিত হলে তা রেফারেন্সসহকারে থাকলো, কিন্তু প্রাধান্য সঠিকটারই পাওয়া উচিৎ। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১২:০৩, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
ঠিকই বলেছেন। পশ্চিমবঙ্গেও দেখি অনেক নামী সংবাদমাধ্যমে বাংলাদেশের স্থাননাম বা ব্যক্তিনাম ভুল বানানে লেখা হয়। অভ্যাসটা এতটাই মজ্জাগত যে ভুলটাকেই লোকে সঠিক ভাবতে শুরু করে। এখানেও ব্যাপারটা সম্ভবত তাই হয়েছে। তাছাড়া মুম্বই লেখা হলেও উচ্চারণটা হয় মুম্বাই (যেমন আমরা লিখি কলকাতা, কিন্তু বলি কোলকাতা)। তাই যাঁরা দেবনাগরী পড়তে পারেন না, তাঁরা ভুল করে থাকেন। --অর্ণব দত্ত (talk) ১৫:১৫, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
- সঠিক বানান দেখানোর ব্যাপারে উইকিপিডিয়া কখনই বিরোধী নয়। তবে প্রচলিত বানানটি শিরোনামে রাখার মূল কারণ হলো, পাঠক প্রচলিত বানানটি দিয়েই তার প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করবে। আপনাদের en:Wikipedia:Naming conventions এ পাতাটি দেখার অনুরোধ করছি। তাতে উইকিপিডিয়াতে নিবন্ধে ব্যবহৃত বানান কিসের ভিত্তিতে ঠিক হবে সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৫, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
- বেলায়েত, আমার মনে হয় অর্ণব দত্ত এখানে বলতে চাইছেন, "মুম্বই" বানানটিই প্রচলিত বানান। ভারতের বাংলা পত্রপত্রিকাতে এটাই ব্যবহার হয় ... ইত্যাদি। তাই এটাকে হয়তো মুম্বই শিরোনামে সরানোটাই উত্তম। নেমিং কনভেনশন অনুসারেই এটা করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ১৬:২৮, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
- অনেক খুঁজে মুম্বইয়ের একটা ভারতীয় সরকারি রেফারেন্স পেলাম। ভারতের তথ্য প্রযুক্তি বিভাগের সরকারি ওয়েবসাইটে লেখা হয়েছে মুম্বই (এখানে)। এখন এটাকে আমরা বাংলা ভাষায় মুম্বাইয়ের অফিসিয়াল নাম হিসেবে ধরে নিতে পারি? যদি হয় তবে মুম্বইয়ে সরানো উচিত। এছাড়া ভারতের পত্রিকা ও ব্লগগুলোতে মুম্বই যে বহুল ব্যবহৃত তা গুগলে সার্চ দিলেই দেখা যাচ্ছে। বাংলাদেশি একটি সাইটেও মুম্বই দেখলাম (এখানে)। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৬:৫০, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
রাগিব ভাই আমার বক্তব্যটি বুঝতে পেরেছেন। আমি মুম্বাই কথাটিকে অপ্রচলিত বলতে চাইছি না। কয়েকটি ক্ষেত্রে কেউ কেউ মুম্বাই লেখেন। কিন্তু বহুল প্রচলিত ও সঠিক বানানটি হল মুম্বই। ধন্যবাদ --অর্ণব দত্ত (talk) ১৭:০০, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
- "মুম্বাই"কে "মুম্বই" করার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আমি কোনো আপত্তি করিওনি। যদি এ নিবন্ধের সম্ভাব্য পাঠক একে "মুম্বই" বলেই জানেন এবং এ নামটিই ব্যবহার করে থাকেন তাহলে তা এ নামেই সরিয়ে নেওয়া উচিত। নেমিং কনভেশন এখানে দেওয়া উদ্দেশ্য হল সঠিক নাম এবং প্রচলিত নাম বা বানান নিয়ে যে দ্বন্দ্ব প্রায়সই দেখা যায় তা প্রশমন করা। এ পাতাটি থেকে খুব সহজেই ধারণা পাওয়া যাবে, কেন উইকিপিডিয়া প্রচলিত বানান বা নামকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আশা করি নেমিং কনভেনশন অনেকেরই কাজে আসবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১০, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
- ধন্যবাদ বেলায়েত। বাংলাতে কি নেমিং কনভেনশনের পাতাটি আছে? না থাকলে ঐ পাতাটি অনুবাদ অথবা বাংলা উইকিতে ব্যবহৃত নীতি দিয়ে একটি পাতা রাখা যায়, যাতে এই সংক্রান্ত রীতি ও নীতিমালা থাকবে। উইকিপিডিয়া:নামকরণের নীতিমালা এই শিরোনামে এটা রাখা যেতে পারে। ---রাগিব (আলাপ | অবদান) ১৭:১৩, ২০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
ভালো নিবন্ধের পর্যালোচনা
সম্পাদনাসরঞ্জামবাক্স |
---|
- এই পর্যালোচনাটি আলাপ:মুম্বই/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।
পর্যালোচক: WAKIM (আলাপ · অবদান) ২১:৫৬, ৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
পরিবর্তন প্রয়োজন
সম্পাদনা- হালনাগাদ দরকার
- জিডিপি এবং শিল্প উৎপাদন, সমুদ্রবাণিজ্য ও পুঁজি লেনদেনের হার।
- জলবায়ু - তাপমাত্রার রেকর্ড ও তালিকা
- অর্থনীতি - বিভিন্ন শিল্পের উৎপাদন
- রাজনীতি - নব নির্বাচন (২০১২, ২০১৪)
- পরিবহণ ব্যবস্থা - বিভিন্ন পরিবহণের সংখ্যা
- জনপরিসংখ্যান - বিভিন্ন ধর্মাবলম্বীদের শতকরা অংশ
- এছাড়া ইংরেজি নিবন্ধ থেকে "স্থাপত্য" অনুচ্ছেদ যোগ করতে পারলে নিবন্ধটি আরো পূর্ণাঙ্গ হয়।
@Moheen:, আপনার প্রস্তাবিত 'মুম্বই' নিবন্ধটি পর্যালোচনা করা হল, দীর্ঘদিন ধরে এই প্রস্তাবনায় থাকায় অনেক তথ্য হালনাগাদ করা দরকার। হালনাগাদের পর পুনঃপর্যালোচনার জন্য এখানে অথবা আমার আলাপ পাতায় বার্তা রাখুন।--ওয়াকিম (আলাপ) ২১:৫৬, ৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @WAKIM:, @Moheen: ভাই, আমার বোধহয় আপাতত অনুত্তীর্ণ ঘোষণা করা উচিত। ধন্যবাদ - নকীব সরকার বলুন... ০৯:২৭, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: নিবন্ধটি তথ্যবহুল ও সুলিখিত, তবে হালনাগাদকৃত নয়। উপর্যুক্ত অনুচ্ছেদগুলি হালনাগাদ করা হলে নিবন্ধটিকে ভালো হিসেবে উত্তীর্ণ করা যাবে।--১২:১১, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
পর্যালোচনার অগ্রগতি
সম্পাদনাপ্রিয় WAKIM, Moheen
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status=
পরামিতির মান স্থগিত
লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১৭:৩৩, ৪ মে ২০২০ (ইউটিসি)
পর্যালোচনার অগ্রগতি
সম্পাদনাপ্রিয় Nokib Sarkar, Moheen, নকীব বট, WAKIM
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে|status=
পরামিতির মানস্থগিত
লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১৮:০৫, ১৪ মে ২০২০ (ইউটিসি)
পর্যালোচনার অগ্রগতি
সম্পাদনাপ্রিয় নকীব বট, WAKIM, Nokib Sarkar, Moheen
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status=
পরামিতির মান স্থগিত
লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১২:২২, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)