মরিচকে লঙ্কা উইকিপাতায় স্থানান্তর করা হোক সম্পাদনা

আমার মনে হয়, মরিচ উইকি পাতা অপেক্ষা লঙ্কা উইকি পাতাটি করা হলে ভালো হবে। Bangali ind (আলাপ) ১৩:২৮, ১৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Bangali ind:আমার মনে হচ্ছে বর্তমান নিবন্ধটি মরিচ বা লংকা যে উদ্ভিদ পরিবারের অন্তর্গত, সেই পরিবারের আলোচনা। সেই হিসেবে নিবন্ধের শিরোনাম মরিচ বা লংকা কোনটাই হওয়া উচিত নয়। আন্তর্জাতিক বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাম বা এর যথোপযুক্ত বাংলা অনুবাদ যদি থেকে থাকে, সেটি হওয়া উচিত। বাংলাতে যেটা লংকা বা কাচা মরিচ নামে পরিচিত, ইংরেজিতে সেটি Bird's Eye Pepper নামের নিবন্ধে আলোচিত হয়েছে। অর্ণব (আলাপ | অবদান) ১৪:৫৮, ১৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen:আমি একমত। তাহলে কি একে ক্যাপসিকাম পাতায় পরিবর্তিত করা যাবে? Bangali ind (আলাপ) ১৫:৪৮, ১৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
"মরিচ" পাতায় ফেরত যান।