আলাপ:মধুমালতী

সাম্প্রতিক মন্তব্য: Mustafijur Rahmen কর্তৃক ২৫ দিন আগে

এই গাছটির নাম মাধুরীলতা নামটি কোথা থেকে নেওয়া? একজন উদ্ভিদবিজ্ঞানের ছাত্র হিসেবে যতটুকু জানি এটার নাম মধুমালতি। রবীন্দ্রনাথ ঠাকুর গাছটির নাম দেন মধুমঞ্জরী। যদি মাধুরীলতা নামে কোনো নাম না থাকে তবে এটা সংশোধন করার অনুরোধ করছি। মাধুরীলতাকে অনেকে মাধুবীলতার সাথে গুলিয়ে ফেলতে পারেন। ধন্যবাদ।

Mustafijur Rahmen (আলাপ) ১৪:৪৭, ১২ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"মধুমালতী" পাতায় ফেরত যান।