বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

সাহায্য সম্পাদনা

আমি নতুন,, তাই আমাকে সাহায্য করুন,,! Mustafijur Rahmen (আলাপ) ১১:০৪, ২৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিজ্ঞাপনীয় সম্পাদনা

জনাব মোস্তাফিজ, আপনাকে অবশ্যই সাহায্য করা হবে। বাংলা উইকিতে নতুনদের সাহায্য করে আমরা আনন্দিত বোধ করি। আপনাকে একটি বিষয়ে অবহিত করতে চাই। বাংলা উইকিতে বিজ্ঞাপনধর্মী লেখাকে নিরুৎসাহিত করা। ব্যবহারকারী পাতাটি আপনার একান্ত। এখানে আপনার নিজের সম্পর্কে অল্প বিস্তর লেখা সঙ্গত। কিন্তু আপনি বর্তমানে কাজী নিপু সম্পর্কে লিখেছেন যার ভাষাশৈলী বিজ্ঞাপন ধাঁচের। এটা সরিয়ে ফেলার অনুরোধ রইলো। না হলে এটা সরিয়ে ফেলা হবে। ধন্যবাদ। ফেরদৌস১৪:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Share your experience and feedback as a Wikimedian in this global survey সম্পাদনা

WMF Surveys, ১৮:১৮, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Share your feedback in this Wikimedia survey সম্পাদনা

WMF Surveys, ০১:১৭, ১৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey সম্পাদনা

WMF Surveys, ০০:২৬, ২০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র প্রসঙ্গে সম্পাদনা

প্রিয়, মোস্তাফিজ, তাবাক্ষ গুহা নিবন্ধ সৃষ্টি জন্যে আপনাকে ধন্যবাদ। খেয়াল করলাম ওই নিবন্ধের তথ্যসূত্র আপনি স্থানীয় সাংবাদিক ও স্থানীয় জনগণ দিয়েছেন যা WP:IRS নীতির সাথে যায় না। আশা করি পরবর্তীতে বিষয়টি খেয়াল করবেন। তবে নতুন অবস্থায় আমরা অনেকেই এ ভুলটি করেছি হয়তো। তাই আমার এ বার্তায় কিছু মনে করবেন না। --দেলোয়ার () • ১৮:৪১, ১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমি নিজে নতুন গুহাটি থেকে ঘুরে এসে নিবন্ধটি তৈরি করি। এখনো গুহাটি সম্পর্কে বেশির ভাগ লোকের অজানা তাই সোর্স দিতে পারছি না। শিগ্রই দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে Mustafijur Rahmen (আলাপ) ১০:১২, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Mustafijur Rahmen,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নির্মলেন্দু চৌধুরী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

নির্মলেন্দু চৌধুরী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নির্মলেন্দু চৌধুরী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Afeef (আলাপ) ২১:১৫, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন