আলাপ:মঞ্জু সরকার

সাম্প্রতিক মন্তব্য: মো. মাহমুদুল আলম কর্তৃক ৩ বছর পূর্বে "মঞ্জু সরকারের আলাওল সাহিত্য পুরুস্কার" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

মঞ্জু সরকারের আলাওল সাহিত্য পুরুস্কার

সম্পাদনা

মঞ্জু সরকার তিনি নাকি আলাওল সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। কিন্তু ১৯৭৫-২০১৯ পর্যন্ত আলাওল সাহিত্য পুরস্কার লিস্টে তার নাম নেই। এটা কি নেট দেখে লেখা হয়েছে নাকি অন্যকিছু আছে? আমার কাছে স্পস্ট নয়। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৪৬, ৩০ জুন ২০২১ (ইউটিসি) -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৪:৫৬, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম: দুইটা সম্ভাবনা: ১. আপনি যা বলেছেন, নেট দেখে নেওয়া হয়েছে ২. আলাওল সাহিত্য পুরস্কার নিবন্ধে প্রদত্ত তালিকাটি পরিপূর্ণ নয়। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৫, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে ভাই -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৪৮, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"মঞ্জু সরকার" পাতায় ফেরত যান।