আলাপ:ভারতীয় অন্তরীক্ষ স্টেশন

সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ১ মাস আগে "নাম পরিবর্তনের অনুরোধ" অনুচ্ছেদে

নাম পরিবর্তনের অনুরোধ সম্পাদনা

@খাঁ শুভেন্দু: বাংলায় মহাকাশ অর্থে "অন্তরিক্ষ" (বা "অন্তরীক্ষ", উভয় বানানই শুদ্ধ) শব্দের ব্যবহার কেবল সাহিত্য গ্রন্থে পাওয়া যায়, অন্যত্র "মহাকাশ" বা "মহাশূন্য" ব্যবহার করা হয়। তাই এই নিবন্ধকে "ভারতীয় মহাকাশ স্টেশন" নামে স্থানান্তরের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৬:৫৫, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আবেদন তুলে নিয়েছি, কারণ ইংরেজিতেও একে Bharatiya Antariksha Station বলে। তবে উইকিপিডিয়া:বানান অনুযায়ী আমি এর বানানকে "অন্তরিক্ষ"-তে স্থানান্তর করেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:৩৫, ২২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"ভারতীয় অন্তরীক্ষ স্টেশন" পাতায় ফেরত যান।