আলাপ:বেন স্টিলার/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: WAKIM কর্তৃক ৪ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: WAKIM (আলাপ · অবদান) ০৫:২৭, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কিছু সম্পাদনা আবশ্যক

সম্পাদনা

এই জীবিত ব্যক্তির নিবন্ধটিতে তথ্য হালনাগাদের প্রয়োজন রয়েছে। তাছাড়া নিবন্ধটিতে প্রয়োজনীয় টেমপ্লেট ও বিষয়শ্রেণীর ঘাটতি রয়েছে। এই বিষয়গুলোতে নজর দেওয়া আবশ্যক।--ওয়াকিম (আলাপ) ০৫:২৭, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অগ্রগতি

সম্পাদনা

প্রিয় WAKIM
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেকপ্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেয়া থাকে তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটের |status= পরামিতির মান স্থগিত করুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ০৭:২৩, ৩০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা

সম্পাদনা
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):   খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):   খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):   গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):   খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ):  খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  
উপরিউক্ত আলোচনা সাপেক্ষে সংশোধনী আনার পর নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে  উত্তীর্ণ করা হল।--ওয়াকিম (আলাপ) ০৯:৩৭, ৩০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"বেন স্টিলার/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।