আলাপ:বেদিয়া

সাম্প্রতিক মন্তব্য: বেদিয়া মাহাত কর্তৃক ৬ মাস আগে "বেদিয়া ভাষা" অনুচ্ছেদে

ভাষা সম্পাদনা

বাংলাদেশে বসবাসরত বেদিয়া জাতিসত্ত্বার মানুষ নাগরী/সাদরি ভাষায় কথা বলে। তাদের নিজস্ব কোন বর্ণ মালা নেই, তবে তারা দেব নাগরী, বাংলা বর্ণমালা ব্যবহার করে থাকে। দিপক (আলাপ) ০৫:৩৩, ১৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সতক দিপক (আলাপ) ০৫:৩৪, ১৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বেদিয়া ভাষা সম্পাদনা

পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ঝাড়খন্ড ও বিহারে বসবাসকারী বেদিয়া জাতির ভাষা হল বেদিয়া ভাষা। এটি একটি স্বতন্ত্র ভাষা যুগ যুগ ধরে এই ভাষা বেদিয়া জাতি ব্যবহার করে আসছে । বহিজগতের সঙ্গে যোগাযোগের জন্য এরা হিন্দি,সাদরি বা নাগরী, বাংলা ভাষা ব্যবহার করে থাকে। নিজেদের মধ্যে বেদিয়া ভাষায় কথা বলে। এই ভাষার নিজস্ব কোন হরফ নেই তাই এরা হিন্দি,বাংলা,অসমীয়া লিপি ব্যবহার করে। ছোটনাগপুর অঞ্চলের হাজারীবাগ এর মহদী পাড়া অঞ্চল এদের মূল বাসস্থান। এই অঞ্চল থেকে এরা বিতাড়িত হয়ে অথবা কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গ আসাম ও বাংলাদেশে স্থানান্তরিত হয়। বেদিয়া জাতির সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান গুলোতে এদের বহুল প্রচলিত বেদিয়া ভাষায় গান আছে। বিবাহে এদের বিহাগীত প্রচলিত। সহরাই উৎসবে চাঁচের গীত, করম উৎসবে করম গীত, সূর্যাহি উৎসবে সূর্যাহি গীত বহুল প্রচলিত। একটি বিহাগিত আপনাদের জন্য-

   গরু চালায় গেলিস ছড়া 
     পন্ঠি হারালো। 
     পন্ঠি নি হেরালিশ ছড়া
     বহিন সে ভুলালিস ।

বেদিয়া মাহাত (আলাপ) ১২:০০, ১ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"বেদিয়া" পাতায় ফেরত যান।