আলাপ:বিরোধীদলীয় নেতা (বাংলাদেশ)

সাম্প্রতিক মন্তব্য: Kayser Ahmad কর্তৃক ৪ বছর পূর্বে "১১তম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা প্রশ্নে আলোচনা" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান প্রাথমিক)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 প্রাথমিক  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রাথমিক-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প রাজনীতি (মূল্যায়ন - মান প্রাথমিক)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজনীতির অংশ, যা উইকিপিডিয়ায় রাজনীতি সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 প্রাথমিক  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রাথমিক-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

১১তম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা প্রশ্নে আলোচনা সম্পাদনা

হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশ ১১তম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা (জাতীয় সংসদের স্পিকার কর্তৃক ৯ জানুয়ারি, ২০১৯ তারিখে স্বীকৃত ও গেজেটে প্রজ্ঞাপিত[১][২])। অন্যদিকে ড. কামাল হোসেন ১১তম জাতীয় সংসদের সদস্যও নন।[৩] এখন প্রশ্ন হলো ড. কামাল হোসেনকে কেন তালিকায় হুসেইন মুহাম্মদ এরশাদ বাদ দিয়ে যোগ করা হলো? ড. কামাল হোসেন দেশের প্রধান বিরোধীদলীয় নেতা হতে পারেন কিন্তু সংসদের বিরোধীদলীয় নেতা তো নন।Selimshah70 (আলাপ) ১৮:০৬, ৪ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করা হয়েছে। আপনিওও ঠিক করে দিতে পারতেন। কায়সার আহমাদ (আলাপ) ১৫:৩৭, ৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
  1. http://www.dpp.gov.bd/upload_file/gazettes/29856_92319.pdf
  2. https://bangla.bdnews24.com/politics/article1580698.bdnews
  3. https://www.bbc.com/bengali/news-46373172
"বিরোধীদলীয় নেতা (বাংলাদেশ)" পাতায় ফেরত যান।