আলাপ:বিধাতা (গান)

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৩ বছর পূর্বে "কপিরাইট যুক্ত লেখা প্রসঙ্গে" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প সঙ্গীত (মূল্যায়ন - গুরুত্ব নিম্ন)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সঙ্গীতের অংশ, যা উইকিপিডিয়ায় সঙ্গীত সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 নিম্ন  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী নিম্ন-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

নাম পরিবর্তন বিষয়ে সম্পাদনা

কুউ পুলক ভাই, নাম পরিবর্তনের আগে আপনার উচিত ছিল নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করা! যাই হোক, যেহেতু ঠিক একই নামে আর কোনো নিবন্ধ নেই, আর যেহেতু আগের নামের পুনঃনির্দেশনা রয়ে গেছে তাই বর্তমান নামের সার্থকতা বা যুক্তিযুক্ততা কি? তাই নিবন্ধটি পূর্বের নামে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আর বর্তমান নামের পুনঃনির্দেশনাও আমি মনে করি রাখার প্রয়োজন নেই। ধন্যবাদ নবাব (আলাপ) ১১:০০, ১৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@নবাব বিধাতা শব্দটা শুনলেই কিন্তু সৃষ্টিকর্তাকে মনে হয় কিন্তু এই নিবন্ধ একটি গান বিষয় উপস্থাপন করে। তাই আমি নাম পরিবর্তন করেছিলাম। এই কাজ আপনার পছন্দ না হলে পূর্বের নামে ফিরিয়ে নিতে পারেন। ধন্যবাদ।  কুউ পুলক   🖂  ১১:৩২, ১৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট যুক্ত লেখা প্রসঙ্গে সম্পাদনা

হ্যালো @নবাব:, বহুদিন বাদে ফিরে এসে আবার উইকিতে নিয়মিত হয়েছেন, খুবই ভাল কথা। আপনি ২+ বছরের পুরনো উইকিপিডিয়ান। এর আগেও আপনাকে গান নিয়ে নিবন্ধ লিখতে দেখেছি। বহুদিন বাদে গান নিয়ে আবার লিখতে দেখলাম। খেয়াল করলাম, আপনি একটি অনুচ্ছেদে গানের কথা (আংশিক) যুক্ত করেছেন। গানের কথাগুলি এখনো শফিক তুহীনের অধিকারে রয়েছে। অর্থ্যাৎ গানের কথাগুলি (পূর্ণ বা আংশিক) এখনো কপিরাইট মুক্ত হয়নি। বাংলাদেশের কপিরাইট আইন অনুসারে, সাহিত্য, গান বা এ ধরনের সৃহজনশীল কর্মের ক্ষেত্রে যিনি গান বা উক্ত কর্মটি রচনা করেছেন, সেই ব্যক্তির মৃত্যুর ৬০ বছর পর উক্ত কর্ম পাবলিক ডোমেইন লাইসেন্সে উন্মুক্ত হয়। গান, কবিতাগুলো পাবলিক ডোমেইন লাইসেন্সের না হলে উইকিপিডিয়াতে যুক্ত করা যায় না। ভালকরে জানতে WP:C দেখতে পারেন। আপনি চাইলে আপনার পছন্দের কোন সম্পাদকের কাছ থেকে এ বিষয়ে যাচাই করে নিতে পারেন। বিষয়টা ভুলে গিয়ে থাকলে নিজের পুরনো নিবন্ধ থেকে অনুপ্রেরণা নিন।

যাইহোক বহুদিন বাদে এসে আপনি এখনো গা গরম করার জন্য কয়েকটা নিবন্ধ যোগ করে যাচ্ছেন। বিধাতা নিবন্ধটাকে নতুন করে হাত পাকানোর নিবন্ধ হিসেবে ধরে নিচ্ছি, একই সাথে কপিরাইটেড লেখা অপসারণের অনুরোধ করছি। ভবিষ্যতে এধরনের কপিরাইটেড লেখাযুক্ত না করার জন্য আরো সতর্ক থাকলে ভাল হয়। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৩:০৪, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইটেড লেখা সরিয়ে দিলাম। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ২২:৪০, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"বিধাতা (গান)" পাতায় ফেরত যান।