আলাপ:বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৭ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

নিবন্ধ এর নামের মানে করার প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় কিং ফাহাদ স্টেডিয়াম এর নামের একটা অংশ। কিং এর মানে করলে স্টেডিয়াম এর নাম টা কেমন বিদঘুটে শুনায়। --Nahid Hossain (আলাপ) ১৭:৪০, ২৮ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ্যের পরিবর্তন হয় না, কিং ফাহাদ রাখাই শ্রেয় Mmrsafy (আলাপ) ২০:০৪, ২৮ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

স্টেডিয়ামটির নামের আরবি বানানে "কিং" নাই, সেখানে "কিং"'র আরবি الملك রয়েছে। স্টেডিয়াম যার নামে তৈরি তাকে বাংলায়ও বাদশাহ ফাহাদ বলা হয়, কিং ফাহাদ না। তাই বর্তমান নাম ঠিক আছে। --Intakhab (আলাপ) ০৫:৩৬, ২৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ইন্তেখাব ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। --আফতাব (আলাপ) ১৫:৫৭, ২৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম" পাতায় ফেরত যান।