আলাপ:বাংলা কবি তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ১০ বছর পূর্বে

এই নিবন্ধের নাম 'বাংলাভাষী কবিদের তালিকা' অথবা 'বাঙালি কবিদের তালিকা' করা যেতে পারে। --সাদি (আলাপ) ১৬:২২, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

"বাঙালি কবিদের তালিকা"' সঠিকতর। বাঙালী/বায়্গালি মানেই বাংলাভাষী। অন্যদিকে "বাংলা কবি তালিকা" ব্যাকরণগতভাবে নির্ভুল নয়। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:৫০, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
যেহেতু বাংলা কবি তালিকা নামে একটি নিবন্ধ যথারীতি উইকিপিডিয়ায় রয়েছে তাই "বাঙালি কবিদের তালিকা" শিরোনামে আলাদা তালিকা পাতার প্রয়োজন থাকে না। বাঙালি কবিদের তালিকায় অন্তর্ভুক্ত সকল কবি এই নিবন্ধে উল্লেখিত রয়েছে। এছাড়াও দেশ অনুযায়ী কবি তালিকার জন্যে বাংলাদেশী কবি তালিকা নামে একটি নিবন্ধও রয়েছে। ফলে বাংলা ভাষার কবি এবং বাংলাদেশী কবি আলাদা করে পাওয়া যাচ্ছে। তাই আমি এ-বাড়তি নিবন্ধ একীকরণের পক্ষে একমত । এক্ষেত্রে এই বাংলা কবি তালিকা নিবন্ধের নাম বাঙালি কবিদের তালিকা শিরোনামে পরিবর্তন করা যেতে পারে। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:১৯, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
দুটি নিবন্ধ একীকরণের কাজ চলছে। যে সকল কবির নাম বাঙালি কবিদের তালিকা নিবন্ধে নেই সেগুলো বাংলা কবি তালিকা নামীয় নিবন্ধ থেকে সংগ্রহ করার কাজ করা হচ্ছে। শিরোনাম পরিনবর্তন করে যথাযথ ফল পাওয়া সম্ভব নয়। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:২৯, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
বাঙালি কবিদের তালিকা নিবন্ধ তৈরী। প্রশাসকগণ বাংলা কবি তালিকা নিবন্ধকে বাঙালি কবিদের তালিকা নিবন্ধে একত্রীভূত করে দিতে পারেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:১২, ৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
একীভূতকরণের প্রয়োজন দেখছি না, বাংলা কবি তালিকা নিবন্ধটি অবলোপন করা যায়। "বাংলা কবি তালিকা" নামটি ব্যাকরণগত ভাবে সঠিক নয়। বাংলা কবি তালিকা'র সকল তথ্য বাঙালি কবিদের তালিকায় গ্রহণ করা হয়েছে প্রতীয়মান হয়। -- Faizul Latif Chowdhury (আলাপ) ০২:৫৮, ১০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
"বাংলা কবি তালিকা" পাতায় ফেরত যান।